লেখক : সুতীর্থ দত্ত
কেন তোমার এই বিশ্বাস?
কেন তোমার এই চাওয়া,?
তোমার এই প্রাপ্তি, তোমার এই মায়া,
শুধু একটু চিনিয়ে দিও।
জানি এই বিশ্বাসেই যাপন,
খুব ক্ষুদ্র জীবন, একটু সঙ্গ দিও।
ছোট্ট আশা, অল্প দাম,
বিরাট সুখ আর যোগ্য সম্মান,
কেন তোমায় ভয় ধরেছে?
আমার বুকে কোন পেতে তুমি শোন।
জানো এটাই আসলে ভালবাসা?
খুব ক্ষুদ্র জীবন, শুধু শব্দ গোন।
লেখক পরিচিতি : সুতীর্থ দত্ত
সুতীর্থ দত্ত একজন মনোবিদ, শিক্ষক, গায়ক এবং লেখক। বর্তমানে নৈহাটি, উত্তর ২৪ পরগনায় বসবাস করে। একটি সরকারি বিদ্যালয়ে কর্মরত। বাংলার সঙ্গীত ও নাট্য জগতের বিশেষ মুখ। বেশির ভাগই সমাজ এবং রাজনৈতিক কবিতা এবং গান এর জন্য পরিচিত, কিন্তু প্রেম, বিরহ, সমাজ, শিক্ষা, রাজনীতি, বিভিন্ন দিকেই তার লেখা আছে।