লেখক : সৈকত প্রসাদ রায়
বিপদে যখন পথ হারাই আঁধারে ভরে ঘর,
ডাকি তখন সারদা মাকে প্রণাম জানাই করজোড়।
তোমার আশিসে শান্তি জাগে ঝরে আশার ধারা,
তুমি ছাড়া আর কে বা পারে কাটাতে জীবনের সকল ফাঁড়া।
তোমার চোখে করুণা আছে মানো না জাতের বিচার,
তুমি শুধু জানো ভালবাসতে ভুলিয়ে দাও সকল হাহাকার।
সকল সন্তানেরে সস্নেহে তুমি দাও আশ্রয়,
তোমারই নামে সমগ্র জগৎ হোক শান্তিময়।
জয় মা
লেখক পরিচিতি : সৈকত প্রসাদ রায়
নদীয়া জেলার রানাঘাট নিবাসী, সংস্কৃতে এম. এ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, ক্লাস 9 থেকে লেখালিখি বন্ধু হয়ে উঠেছে, কলকাতা বড়বাজার এর ব্যবসায়ী, ব্যবসার ফাঁকে একটু সারদা মা এর চরণে অঞ্জলি দেওয়ার ক্ষুদ্র প্রচেষ্টা
অসংখ্য ধন্যবাদ জানাই আমার লেখাটি প্রকাশ করার জন্য, মায়ের আশীর্বাদে ব্লগটির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। জয় মা