জীবনসঙ্গী

লেখক : কাশফিয়া নাহিয়ান

এমনিতে তো আমরা জীবনসঙ্গী আসলেই কি তাই?
সবার চোখে আমরা সেরা জুটি
রেহাই পেতাম যদি একে অন্যকে দিতে পারতাম ছুটি
সবাই আমাদের পারফেক্ট কাপল বলে
তারা কি জানে আমাদের মাঝে কী চলে
জানি না সেই কবে থেকে জ্বলছি
যেন অনন্তকাল ধরে একসাথে পুড়ছি
এমনিতে তো আমরা জীবনসঙ্গী আসলেই কি তাই
একে অন্যকে দিই না গুরুত্ব
একসাথে থাকি অথচ সীমাহীন দূরত্ব
জানি না আমরা এক অন্যের অভ্যাস নাকি শাস্তি
একে অন্যের দীর্ঘশ্বাস নাকি অস্বস্তি
এমনিতে তো আমরা জীবনসঙ্গী আসলেই কি তাই
বার্থডে কেক কাটা, ম্যারেজ অ্যানিভার্সারি এখন নিছক প্রহসন
মুক্তি পেতাম যদি এক অন্যকে দিতে পারতাম নির্বাসন
সবার সামনে করতে হয় অভিনয়
জানি না কবে হারিয়ে ফেলেছি নিজেদের আসল পরিচয়
এমনিতে তো আমরা জীবনসঙ্গী আসলেই কি তাই
সবাই বলে আমাদের একসাথে দেখতে লাগে অনেক ভালো
অথচ আমাদের মাঝে নেই ভালোবাসার এতটুকু আলো
নিজেরা হয়ে আছি নিজেদের ভেতর বন্দী
নাটকীয়তার খাতিরে কখনও কখনও করে নিতে হয় সন্ধি
এমনিতে তো আমরা জীবনসঙ্গী আসলেই কি তাই
আমরা বলে আদর্শ জুটির উৎকৃষ্ট উদাহরণ
জানি না কবে কোথায় কিভাবে নিজেরাই নিজেদের অধিকার করে ফেলি হরণ
এই একঘেয়েমিপূর্ণ জীবন আমাদের নিত্য নৈমিত্তিক রুটিন
মিথ্যার আশ্রয় নিয়ে বেঁচে থাকা সত্যিই অনেক কঠিন
এমনিতে তো আমরা জীবনসঙ্গী আসলেই কি তাই
এমনিতে তো আমরা জীবনসঙ্গী আসলেই কি তাই?


লেখক পরিচিতি : কাশফিয়া নাহিয়ান
আমি কাশফিয়া নাহিয়ান। ইংরেজি সাহিত্যে অনার্স মাস্টার্স। লেখালেখি আমার প্যাশন। সাহিত্য চর্চা করে নিজেকে শাণিত করতে চাই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা জমা দিতে ছবিতে ক্লিক করুন