লেখক : অজয় মন্ডল
সকাল থেকে আকাশ জুড়ে রয়েছে মেঘ
তবুও ঝরছেনা বৃষ্টি মাটির ওপরে।
সকলে রয়েছি তারই অপেক্ষায়
তাই হয়ত খেলছে লুকোচুরি আমাদের সাথেই
চাষীরা মুখ চেয়ে তাকিয়ে আছে আকাশের দিকেই-
তাও কেন দেখা দিচ্ছে না বৃষ্টি তাদেরকে ?
ভাবলে বড় দুঃখ হয় তাদের মুখখানা দেখে
চাষী ভাইয়েরা সকলে বৃষ্টি চাইছে-
তাদের ফসলের কথা ভেবে।
ধান খেতে জল নেই তাই হয়ত বুঝি-
শুকিয়ে গেছে পাতাগুলো, ঝিমোচ্ছে গাছগুলি।
ধানগাছগুলো তারাও রয়েছে বৃষ্টিরই অপেক্ষায়
কখন ঝরবে তাদের ওপর? আর হবে পুনরাবৃত্তি।
অবশেষে দেখা দিল বৃষ্টি দীর্ঘ সময় পর,
ঝরে পড়লো মাটির বাড়ির খড়ের চালের উপর।
টিপ টিপ বৃষ্টির শব্দে ঘুম ভাঙ্গল তখন আমার
চারপাশে উঠে দেখি বইছে জলের বাহার।
দীর্ঘসময় পর অপেক্ষা ফুরোল চাষী ভাইদের
আনন্দে তারা আত্মহারা বৃষ্টি হচ্ছে আজ বলে।
ধান খেতে জলে ভর্তি হয়েছে তাই-
সেই জন্যই গাছগুলোও সজাগ হয়ে উঠেছে শীঘ্রই।
তাই দেখে মনে হচ্ছে যেন পুনরজনম পেয়েছে আজ
তাদেরও হাসি ফুটে উঠেছে তাদের সবুজ পাতায়।
অবশেষে হাসি ফুটল সবার মুখে-
সন্ধ্যেবেলায় এই বৃষ্টির আগমনে।
লেখক পরিচিতি : অজয় মন্ডল
গোপন কবি