পরের জন্মে

লেখক : গীতা দত্ত

পরের জন্মে আমি মাটি হব
তুমি হইও শিউলি ফুল,
অকারণেই আমার কাছে ঝরে পরবে
মেনে নেবে আমার সব ভুল!
পরের জন্মে আমি নদী হব
তুমি হইও ছোট্ট ডিঙি নৌকা
তুমি না চাইতেও আমার কাছে আসবে,
তোমায় আনবে অবাধ্য বৈঠা।
পরের জন্মে আকাশ হব
তুমি হইও সাদা রঙা মেঘ,
তুমি আমার বুকের মাঝে খেলবে
ভাসিয়ে দেবে তোমার আবেগ।
পরের জন্মে পাথর হব
তুমি হইও বৃষ্টির কণা,
তুমি আমায় শত ভিজালেও
আমার গায়ে ক্ষত হবে না।


লেখক পরিচিতি : গীতা দত্ত
আমি গীতা দত্ত । ২০২৫ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছি। লিখতে আমি ভীষণ ভালোবাসি, আমি যখন পঞ্চম শ্রেণীতে পড়ি তখন থেকেই আমি লিখি ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

দীপায়ন ৩ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ছবিতে ক্লিক করুন