লেখক : শ্রাবণী চক্রবর্ত্তী দীপা
যার থেকে চাওয়া হয়
যাকে কেন্দ্র করে চাওয়া হয়
সে ভিন্ন, গোটা পৃথিবী যেন নতজানু হতে প্রস্তুত থাকে।।
অথচ এই বৃত্ত তো আমরা চাইনি
এক ক্ষুদ্র বিন্দুর কাছাকাছি পৌঁছতে চেয়েছি দীর্ঘকাল
অথচ সেই বিন্দু অধরা থেকে যায়!
বিন্দুর না ধরা দেওয়ার ইচ্ছে, না ধরে রাখার।।
বিন্দু আমায় ছুঁতে চায়নি, জানতে চায়নি
অথচ গোটা পৃথিবী গোলক আমায় জানতে চেয়েছিল।
কিছু দেনা পাওনার হিসেব কখনও মেলে না, কক্ষনও নাহ
লেখক পরিচিতি : শ্রাবণী চক্রবর্ত্তী দীপা
শিক্ষানবিশ আইনজীবী