লেখক : অর্ণব কুমার মন্ডল
সুরা তুমি কার?
যে তোমায় পান করিল – বারণ ভুলিয়া
যে তোমায় গ্রহণ করিল – আপন ছাড়িয়া
যে তোমার দাসত্ব করিল – সম্মান ফেলিয়া
যে বারে বারে ফিরিল তোমার দ্বারে – নয়ন মেলিয়া
দেহ তুমি কার?
যে তোমায় গ্রহণ করিল – অনুভূতি ফেলিয়া
যে তোমায় আপন করিল – কিছু না বলিয়া
যে তোমায় স্পর্শ করিল – স্বাক্ষর করিয়া
মন তুমি কার?
যে তোমায় আপন করিল – অন্যের জানিয়া
যে তোমায় ঘরের করিল – অন্যের মানিয়া
যে তোমায় নিজের করিল – বারণ ভুলিয়া
মন তুমি আছ – আর আছে বারণ না শোনা কিছু আকুতি
শোনে নাই কেহ শোনে নাই – পড়ে আছে কিছু সম্পর্কের অজুহাত
দেহ তুমি আছ – তবু তুমি আছ
নিঃশব্দ রাতের ভেজা বালিশে কুঁকুড়ে থাকা শরীরের ভাঁজে আছ
সুরা তুমি আছ – আর আছে রক্তক্ষত দগদগে সম্পর্কের ঘা
তবু সে বোঝে নাই – ফেরে নাই – কভু ফেরে নাই।
লেখক পরিচিতি : অর্ণব কুমার মন্ডল
লেখক পরিচিতি: *********** জন্ম ১৮ই শ্রাবন ১৩৮৯( ৪ঠা আগস্ট ১৯৮২)কলকাতা,ভারত।শৈশব কেটেছে দমদম ক্যান্টনমেন্টের মাটিকোল অঞ্চলে । শিক্ষা কলকাতায় । শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ।বর্তমানে তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত । ছবি আঁকা আর লেখালেখি করা শখ ।ইতিমধ্যে কিছু লেখা প্রকাশিত বিভিন্ন পত্রিকায় ।অঞ্জলি প্রকাশনীর হাত ধরে পূর্ণদৈর্ঘ্যের অলৌকিক ও ডিটেকটিভ গল্পের সম্ভার নিয়ে "চক্রব্যূহ" ও সামাজিক উপন্যাস " স্বদেশ" প্রকাশিত হয়েছে ।
khub valo laglo
Thank you 😊
দারুন অর্নব। একজন শিল্পী বন্ধু পাওয়া সত্যিই গর্বের বিষয়। লেখনী শক্তি আরো দৃঢ় হোক মঙ্গলময়ের কাছে এই প্রার্থনা করি।
ধন্যবাদ বন্ধু।
সাধু সাধু
ধন্যবাদ 😊