সবুজ চোখের স্বপ্ন

লেখক : কুশল ভট্টাচার্য্য

প্রকৃতির জঠরে এক টুকরো সবুজ-
আড়ষ্টতা কাটিয়ে তার নব কিশলয়;
আন্দোলনে সাড়া দেয়, প্রমত্ত সমীরণের বাহুস্পর্শে,
দিগন্তে প্রহরীরত সূর্যাভ ঢেকে যাচ্ছে,
দ্বাদশবর্ষীয়া কিশোরীর এলোকেশীর ন্যায় তিমিরে।
শাখা-প্রশাখায় প্রবাহিত তার দুরন্ত উত্তেজনা-
রন্ধ্রে বসবাসকারী রঙিন স্বপ্নের একশো আটটা চোখ।
হতাশা নৈরাশ্য তখনও লক্ষ যোজন দূরে-
বর্ষার করুণ অশ্রুজল টুপটাপ চুঁইয়ে,
সিক্ত করে চলেছে অবিরত।
অপলকে চেয়ে আছে নবীন কবি এক;
কালি-কলমের প্রবৃত্তি যেন নিবৃত্তির পথে তার।
সবুজ কিশলয় দর্শনে হৃদয়ে প্রস্ফুটিত
কালোত্তীর্ণ হওয়ার অজ্ঞাত কোন জিজ্ঞাসা।
আশা তবু, গুটিকয়েক শব্দের চোরাস্রোতে স্বাগতিক হয়ে বাঁচা।


লেখক পরিচিতি : কুশল ভট্টাচার্য্য
'লেখার জন্য বাঁচা'। বর্তমানে একটি বেসরকারি সংস্থায় কর্মরত। টুকটাক লেখালেখি করেই চলে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

দীপায়ন ৩ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ছবিতে ক্লিক করুন