তৃষ্ণার নিঃশ্বাস

লেখক : নেশান্তপ্রতীক আশরাফ

আমি হয়ত এই পৃথিবীর সবচেয়ে নষ্ট মানুষ—
কারণ তোমাকে চাওয়ার আগুনে
অন্ধকারে ডুবে গেছি,
বেদনায় পুড়ে গেছি,
তবু তৃষ্ণা মেটেনি এক ফোঁটা।

প্রতিটি নিঃশ্বাসে বেজে ওঠে—
কবিতা, কবিতা, কবিতা…
যেন মসজিদের মিনারে আজানের পরে
এক পাপী চুপচাপ জিকির করে,
শুধু প্রিয়তমার নাম।

দিনের আলোয় হাসি আমি,
মানুষ বলে ভালই আছি,
কিন্তু রাতের নিঝুমতায়—
ঘরের চারপাশে ছড়িয়ে পড়ে ভাঙা স্বপ্ন,
তোমার নাম লিখে রাখি ছাইয়ের গায়ে।

কবিতা,
তোমার নগ্ন দেহ ছুঁতে চাই আমি—
কামনার তৃষ্ণায় নয়,
যেভাবে পাপী ছুঁয়ে যায়
কাবার কালো পাথর,
তার সব পাপ ভেসে যেতে চায়।

অন্তত কিছুক্ষণ
তোমার হৃদয়ের জায়নামাজ বিছিয়ে দাও,
আমি সেখানে সিজদা দেব,
আমার বিপথগামী জীবন ঢেলে দেব
তোমার ঘ্রাণে।

তোমাকে পড়তে চাই মধুর সুরে,
যেমন মক্তবের ছোট্ট শিশু
প্রথমবার শিখে সুরা ফাতেহা,
কাঁপা গলায়, নিভৃত রাতে।

অতঃপর,
তোমার কোলে শব্দহীন মাথা গুঁজে শুয়ে থাকব,
অন্ধকার ঘোরে পোষা বিড়ালের মতো,
গুনগুনিয়ে গাইব ভালবাসার গান,
তুমি শুনবে না শব্দ,
শুধু অনুভব করবে বুকের স্পন্দন—
“কবিতা, তুমি আমার শেষ কাবা,
শেষ আশা, শেষ ঈমান।”


লেখক পরিচিতি : নেশান্তপ্রতীক আশরাফ
আশরাফুল ইসলাম, সাহিত্যজগতে পরিচিত ‘নেশান্তপ্রতীক আশরাফ’ নামে। কক্সবাজারের টেকনাফে জন্ম তাঁর। অনার্স প্রথম বর্ষের ছাত্র হলেও লেখালেখিই তাঁর স্বপ্ন। ‘’ তাঁর লেখায় ভালোবাসা ও জীবনের আবেগঘন গল্প বর্ণিত হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

দীপায়ন ৩ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ছবিতে ক্লিক করুন