স্বপ্নভঙ্গের দেশ

লেখক : চুপ-কথা

স্বপ্নভঙ্গ, উড়ে যায় পতাকাটুকু —
যেখানে আলো ছিল, এখন ছায়া।
কোমলমতি ছাত্ররা দাঁড়িয়ে বোবা,
তাদের চোখে পৃথিবীর আকুল দায়া।

বিশ্বদরবারে তুলে ধরার স্বপ্ন,
তাদের কণ্ঠে উঠেছিল একদিন।
কিন্তু প্রতিশ্রুতির বালুমাটিতে
ভেসে গেছে সব, ইতিহাস বিন্দু বিন্দু।

১৮ কোটি সরল মানুষের বিশ্বাস,
অন্ধকারে গড়িয়ে পড়ে চুপিচুপি।
তারা কাঁদে না, তারা চায় না প্রতিশোধ —
তাদের নীরবতা পুরনো বেদনার চিঠি।

আর এই ভূমি? এ যে এক মেলোডি,
যেখানে ব্যথা, আশ্বাস আর বিশ্বাসভঙ্গ
একসাথে নাচে, এক বাল্যস্মৃতির মত —
যেখানে প্রতিটি লাইন, ইতিহাসের গঙ্গা।


    লেখক পরিচিতি : চুপ-কথা
    আমি 'চুপ-কথা' স্বপ্ন ও স্মৃতির মধ্যবর্তী অন্ধকার ভুবনে আমার বাস।

    মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

    Back to Top
    error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

    দীপায়ন ৩ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ছবিতে ক্লিক করুন