জীবনের জোড়াতালি

লেখক : শারমিন শিলা রিয়া

রোদের আলোয় নারকেল গাছের উপর
বসে থাকা কাকের ঊজ্জ্বলতা যেন দ্বিগুণ দেখায়!!
পাশের বাড়ির বড় মেয়ের বিয়ের
কাঁচা মেহেদিপাতা বাটার সুবাস যেন ছড়ায়ে পড়ে!
দেনা টাকার ঋণ শোধ করতে না পেরে
কাজলীর মা গ্রাম ছেড়ে পালায়!!
সেই যে গেল পালিয়ে ফিরল না আর।
মনের দুঃখে বসে মেহগনির তলায়
তমাল যেন কী বিড়বিড় করে গায়।
হাসতে হাসতে বাড়ি ফিরে
নতুন মাস্টারের ছোট ছেলে!
কী যেন খুশির সংবাদে মেতেছে সবাই।
পাকা বড়ই গাছ থেকে পড়ার মত
দিন গড়িয়ে রাত নেমেছে পাড়ায়!
সকাল হতেই খবর আসে
পাড়ার বড় মোড়ল চাচা আর দুনিয়াতে নাই।
বিদঘুটে আঁধার নামে
সন্ধ্যা নামায় বেলা যেন ফুরায়।


লেখক পরিচিতি : শারমিন শিলা রিয়া
জন্ম সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলায়। লেখালেখি করতে ভালবাসি। বৃক্ষ, কবিতা, বই পড়তে, ঘুরতে পছন্দ করি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।