অকথিত ভালবাসা

লেখক : অরিজিৎ

আমি তাকে ভালবেসেছিলাম,
সাহস করে বলিনি কথা।
হয়ত সে বুঝেছিল কিছু,
তবুও ছিল চোখে ব্যথা।

প্রতিটা দিনে খুঁজেছি তাকে,
নীরবে গেছি তার পাশ দিয়ে।
ভাবতাম একদিন বলব বুকে,
ভয় পেতাম — সে ফিরবে গিয়ে।

হয়ত সে হেসেছিল আমায়,
কিন্তু সেই হাসি ছিল সাধারণ।
আমি খুঁজতাম একটু আদর,
সে দেখাত বন্ধু সম্বরণ।

আমি আজও স্বপ্নে দেখি,
আমার হাতে তার হাত ধরা।
কিন্তু বাস্তব বড় কঠিন,
ভালবাসা ছিল একতরফা ধরা।

সে বুঝেও চোখ ঘুরিয়েছিল,
আমি কাঁদতাম নীরবে রাতে।
ভালবাসা যদি নাও দিত,
একটুখানি মন দিত কথা।


লেখক পরিচিতি : অরিজিৎ
সাধারণ ছেলে

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।