পেন্ডুলাম

লেখক : কাশফিয়া নাহিয়ান

প্রত্যেকটি দিন রাত এখন এক দুঃস্বপ্নে পরিণত
মাঝে মধ্যে মাথা চাড়া দিয়ে ওঠে পুরনো ক্ষত।
সামনে আছে এক অনিশ্চিত ভবিষ্যৎ
আর খোলা যাচ্ছে না বেদনাবিষাদের জট
নেই বর্তমানের ঠিকানা
জীবনের সাথে যুদ্ধ চলছে একটানা
জীবনে সুখ এসেছিল এক পশলা বৃষ্টি হয়ে
পরিস্থিতির সাথে মানিয়ে নিচ্ছিলাম সব কিছু সয়ে
বেশীদিন সেই সুখ আমার কপালে জুটল না
শান্তির সুবাতাস জীবনে আর বইল না
এক দুঃস্বপ্ন আমায় দেয় না বাঁচতে
জীবন নামক মরীচিকা আমায় দেয় না মরতে
পরিণত হয়েছি এমন এক চিঠিতে যার নেই কোন দাম
জীবন ও মৃত্যুর মাঝখানে আমি এক জলজ্যান্ত পেন্ডুলাম
দুঃখকষ্ট জীবনে এল কত!
বিধ্বস্ত আমি এদিক-ওদিক দুলি পেন্ডুলামের মত।


লেখক পরিচিতি : কাশফিয়া নাহিয়ান
আমি কাশফিয়া নাহিয়ান। লেখালেখি আমার প্যাশন। সাহিত্য পুরস্কার ২০২৪ পুরস্কারে ভূষিত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।