লেখক : অমিত মুখোপাধ্যায়
সামনের পথে আজ যোজন অন্ধকার।
ঘটমান বর্তমান অবয়বহীন।
গাজা থেকে বৈশরন কালো ক্যানভাসে
গাঢ় লাল রক্তরেখা আঁকা।
নিঝুম আকাশে কারা বিষাদ ছড়ায়!
এস, হাত ধরো।
শক্ত করি মুঠো।
প্রলয় আসার আগে একসাথে খুঁজি
ম্যাজিক লণ্ঠনে যদি দিশা খুঁজে পাই।
আমাকে হারাবে তুমি
আমিও তোমাকে
তবু অনন্তে হারাবার আগে হৃদয়ের রক্তক্ষতে ঠোঁট রাখা চাই।
লেখক পরিচিতি : অমিত মুখোপাধ্যায়
অমিত শিক্ষায় ইন্জিনিয়ারিং স্নাতক, পেশায় ম্যানেজমেন্ট কনসালটেন্ট, নেশায় সাহিত্য প্রয়াসী। গত চার দশকের লেখালেখি মূলত লিটল ম্যাগাজিনের পাতায়। প্রকাশিত কবিতা বইয়ের সংখ্যা সাত।