লেখক : মলয় সরকার
দমক হাওয়া চমক দিয়ে ছুটে বেড়ায় কাঁপিয়ে ভূমি-
গাছে পাতায় ঘরের চালে ডাক দিয়ে যায়
‘আমার তুমি’।
কানের পাশে ফিসফিসানি লোকের মুখে কানাকানি-
বাসের স্টপে পাড়ায় পাড়ায় রোদে ছায়ায়
জানাজানি-
নদীর বাঁকে আটকে থাকে সোহাগ ভরে
আকুল ভূমি,
মাঝে মাঝেই চুমো লতায় গান গেয়ে যায়
‘আমার তুমি’।
উড়িয়ে ধুলো বাতাসগুলো কাব্য লেখে
আকাশ পটে,
যা খুশী তাই বলুক না ভাই,
কী হয় যদি নিন্দে রটে!
ফাটিয়ে গলা বলব দু’জন কাঁপিয়ে জলা কাঁপিয়ে জমি,
লেখা থাকুক পুঁথির পাতে অমর হয়ে
‘আমার তুমি’।
লেখক পরিচিতি : মলয় সরকার
অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক আধিকারিক, কবিতা ছোট গল্প, ভ্রমণকাহিনী,অনুবাদ গল্পতে স্বচ্ছন্দ, নেশা দেশেবিদেশে ভ্রমণ, উদ্যানচর্চা, লেখালিখি, সমাজসেবার সাথে ওতপ্রোত ভাবে যুক্ত,