মানবতার রশি

লেখক : সোমনাথ লাহা

আমার ভালবাসা শুধু শব্দের বিচরণক্ষেত্র নয়
মানবতার পথ ধরে উন্নতশির হয়ে থাকা
আপসের চোরাবালিতে তলিয়ে যাওয়া নয়
মনুষ্যত্বের বৃহৎ মনকে প্রসারিত করা।
যখন দানবীয় শক্তি ফলায় তাদের আগ্রাসন
স্বার্থ আর লোভের লেলিহান শিখা দিয়ে
গ্রাস করতে চায় সামাজিক আলোর রেখাকে
তখন একবার হলেও ঘুরে দাঁড়িয়ে বলতে চাই
এখনও সবটা হারিয়ে যায়নি পৃথিবীর বুকে
কোথাও গিয়ে জ্বলছে মমত্ব-সহনশীলতার শিখা
শুধু সেই পথে চলে আলোর পথযাত্রী হোক সবাই
অনন্তের মধ্যে বিস্তৃত হোক সত্ত্বা…
বহুর মধ্যে দিয়েই খুঁজে নিক নিজের সবটুকু
অসত্যের অন্ধকার পেরিয়ে জ্ঞানের আলোয়
উন্মোচিত হোক চেতনার দ্বার সর্বত্র
অমৃতের পুত্র হোক শাশ্বতের সারথি।


লেখক পরিচিতি : সোমনাথ লাহা
ফ্রিল্যান্স সাংবাদিক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

দীপায়ন ৩ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ছবিতে ক্লিক করুন