লেখক : রাজীব চক্রবর্ত্তী
হাওয়াবাতাসহীন অসহ্য সময়
কতটা দীর্ঘ হলে বৃষ্টি নামে বলা কঠিন!
তবে,
চাপ যখন বাড়তে থাকে,
অলক্ষ্যে গুরুগুরু শব্দ শোনা যায়।
বাষ্পের ক্রোধ জমে মেঘ হয়ে ওঠে,
ধীরে ধীরে জলধারা নামে
শান্ত, উত্তপ্ত পৃথিবীর বুকে।
প্রথমে সিক্ত হয় ধুলোর শরীর,
তারপরে ভেজে মাটি।
সব জল শুষে নেওয়া হলে,
পথ হয় জলের বাড়ি।
জলধারা নিয়ম মানে না কোনও।
শিষ্ট, অশিষ্ট, উচ্ছিষ্ট –
সব ভাসিয়ে নিয়ে যায়।
কখনও বা বুক পেতে দেয় নর্দমার মুখে।
কত জল এসে মেশে জলের স্রোতে।
নানা স্রোত মিলেমিশে যায়,
গড়ে ওঠে জনস্রোত।
লেখক পরিচিতি : রাজীব চক্রবর্ত্তী
।