ফাটলের বিন‍্যাস খুঁজি

লেখক : ইলা সূত্রধর

অনেকদিন পর এসে ঝাঁপি খুলে দেখি-
ভেতরে আমার ঘরে ভগ্নদশা।
পলেস্তরা সেও খসে রঙের দেওয়ালে,
মাঝে মাঝে ফাটলের বিন‍্যাস খুঁজি!

সিঁধ কেটে যেন কেউ চুরি করে নেয়
তছনছ করে দেয় সঞ্চিত সম্পদ।
অপারগ সম্পর্ক দাগ কেটে রাখে-
তবুও প্রশ্ন ওঠে – কিসে হয় ক্ষত?
কলঙ্কিত সময় আজ কোন পথে হাঁটে!

ছায়ার মতন পাশে থাকা কিছু ফেউ,
যুগে যুগে হাত বাড়ায় নিছক বন্ধুত্বের-
দগদগে ঘাঁয়ে লাগিয়ে নুনের প্রলেপ;
সাধ করে ডেকে বলে, আমি পরাভব!

শিল্পীর উত্তর থাকে-
শিল্পেই গাঁথা।
রক্তমাখা চিড়গুলি চর্চিত বিষয়
ছেনি আর হাতুড়ি, রং ও তুলিতে
প্রসারিত করে ফিরি সুষমায় নীল
তখন অন্দরমহলের ক‍্যানভাসে আঁকা
আকাশের জানলায় ধরা দিয়ে যায়!


লেখক পরিচিতি : ইলা সূত্রধর
জন্ম: ১৯৭২এর ২৭শে এপ্রিল। সংসারের একঘেয়েমি কাটাতে কবিতা লেখা। প্রকাশিত কাব্যগ্রন্থ - প্রদীপের মতো পোড়ে, ভোরের শুকতারা, একলা আকাশ জুড়ে, ঈশ্বরও একদিন পাপ করে বসে, নৈসর্গিক ব্যালকনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up