রূপ সংযোগ

লেখক : কার্ত্তিক পোদ্দার

তাঁর রূপের ছটায় চলকে ওঠে বুক।
হাসির ছটায় হৃদপিণ্ডে সুনামি যায় বয়ে,
অদৃশ্যে মনোকষ্ট নিভৃতে নেই সয়ে,
হৃদয়মাঝে নিত্য বাড়ে সুখ।

প্রভাতরবি তাকে ছুঁলে হিংসায় মরি আমি
গমন পথে চেয়ে থাকি হৃদয় টলোমলো,
আসলে সেজন ঘুচিয়ে নিকষ কালো,
আমার চোখে সে হীরাসম দামি।

অনন্তকাল পাহাড়স্নাত উর্বশী সে জলে
ঝর্ণার তালে গমন যে তার নাচে,
পুষ্পশাখায় অলি যাত্রা রচে,
তার দৃষ্টির কৌশলী এক চালে।

ঐ চোখের কোণে কাজল আঁকে মেঘ,
নিষ্পলকে চেয়ে দেখি ভোমরা কালো আঁখি
রূপের ঝলক দু’টি চোখে মাখি,
জীবন বাঁকে খুঁজে পেতে সংযোগ।


লেখক পরিচিতি : কার্ত্তিক পোদ্দার
কার্ত্তিক পোদ্দার

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।