আয়নার চোখে দেখি আমায়

লেখক : স্বর্ণালী সরদার দাস

আকাশ বাতাস জল মাটি আর পৃথিবীর ধূলিকণা
চেনো কি আমায়? তোমাদের কাছে হয়ত আবর্জনা
তাই দূরে থাকি, সরে থাকি ভয়ে, সইতে পারিনা ঘৃণা
শুধু আরশিতে যখন তাকাই বেজে ওঠে মনোবীণা

এই আলো এই জীবনের কাছে আছে কত শত ঋণ
ভালবাসা দিয়ে আর নিয়ে কাটাতে চেয়েছি দিন
কেউ খোঁজে রূপ, কেউ ধন, ওই হৃদয় যে প্রেমহীনা
আয়নার চোখে দেখে ভাল লাগা বাজল মনোবীণা

গুটির ভেতর একা আমি, কেন বাইরেতে বারোয়ারী
খোলসজন্ম থাকুক, মানসজন্মের সাথে আড়ি
তবু আয়নাতে যদি ডানা মেলে কোন রঙিন প্রজাপতি
জানি ওখানে সুখের পাখায় লেখা পরম আত্মরতি

আগুনের কাছে শুদ্ধ হওয়ার মন্ত্র জানতে চেয়ে
সাগরের বুকে শেষ তরী যদি একলাই যাই বেয়ে
রূপসী পৃথিবী রূপজীবী বলে রেখেছ আমায় দূরে
তবু দর্পণে দেখি হৃদয়ের বীণা বেজে ওঠে সুরে।


লেখক পরিচিতি : স্বর্ণালী সরদার দাস
হুগলি জেলার বাসিন্দা , কর্মসূত্রে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চাকুরীরতা, লেখালেখি পেশা নয়, নেশা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।