লেখক : মোহাম্মদ আলী হাসান মামুন
গুনাহে ভরা দু’টি হাত, কাঁপে ভয়ে নিশির আঁধারে,
আকাশ চেয়ে বলি, হে রব, ফিরাও না মোর অশ্রু দ্বারে।
চোখের কোণে জমে থাকে, বহু অপরাধের ধূলি,
তোমার করম নাহি পেলে জীবনটা হয় নিস্বাদ শূন্যফুুলি।
হে গফুর, হে করিম, তুমিই তো দয়াবান সবচেয়ে,
তওবাহ করে যদি ফিরি, তুমি কি ফিরিয়ে দেবে?
তুমিই তো বলেছ, তওবাহ করো ফিরে এস নির্ভয়ে,
তোমার রহমতের দরজা খোলা সব সময়েই।
বহু রাত কেটেছে গাফেল, ছিলাম দুনিয়ার মোহে,
আজ ফিরি বুক ভরে, চোখের জলে নত মুখে।
প্রভু হে, দাও আশা, দাও গো আলো গুনাহর তিমিরে,
একটা সিজদাহ এক ফোঁটা অশ্রু পৌঁছে যেন আরশের ধারে।
লেখক পরিচিতি : মোহাম্মদ আলী হাসান মামুন
নাম: মোহাম্মদ আলী হাসান মামুন, স্থায়ী ঠিকানা: টইটং,পেকুয়া, কক্সবাজার। শিক্ষার্থী: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২৪-২৫ সেশন।