লেখক : দীপাঙ্কনা বোস
আসছে পুজো ক’দিন বাদেই
সইছে না যে দেরি,
মনেপ্রাণে স্বাগত জানাই
দুগ্গা মা’কে আমি।
সবশেষে আসছে আবার
আনন্দ উৎসবের দিন,
সমস্ত দুঃখ ঘুচে যাবে
আসবে সুখের দিন।।
শিউলি ফুলের গন্ধে সবার
মেতে উঠেছে মন,
আনন্দের সাথে হবে এবার
পুজো উদযাপন।
মা আসছেন বছর পরে
হাসি নিয়ে মুখে,
ঢাকে কাঠি পড়লে হবে
পুজো জমজমাটে।।
মায়ের আগমনে সবার
আনন্দে ভরবে মন,
মা দুগ্গা করবে এবার
সব মনস্কামনা পূরণ।
মা আসছে বাপের বাড়ি
বছর পরে আবার,
মায়ের হাত ধরেই আসবে
সুখের দিন সবার।।
লেখক পরিচিতি : দীপাঙ্কনা বোস
আমার নাম দীপাঙ্কনা বোস। আমি জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লক এর সুল্কাপাড়া নামক গ্রামে জন্মগ্রহণ করি ২০০৭ সালে।