অরুন্ধতীর পাশে

লেখক : মনোজ চ‍্যাটার্জী

রাতের আকাশে আমি তোমায় দেখেছিলাম
বিদুষী হাসির মাঝে অরুন্ধতীর পাশে
অপেক্ষার প্রহর শেষ হলে
শুকনো ধানক্ষেতে বৃষ্টির জোয়ার আসে।

একটু আভাসের পর অবচেতন প্রতীক্ষায়
দিন কাটে দিন খাওয়া দিনের মত
ভুলে যাই কতদিন
বাদামী মেঘের সাথে হয়নিকো দেখা
সুশীতল মস্তিষ্কেরা রাজ করে
বাবার মাছের ভ‍্যানের পাশে প্রহরী অনুলেখা।

দিন যায় রাত আসে
মরুপথে ক‍্যারাভ‍্যান ভাসে
অজস্র মরুদ্যানহীন রাতের পর
আমি তোমায় পেয়েছি
অরুন্ধতীর পাশে
তোমার চোখের তারায় এক ফুটফুটে শিশু হাসে।


লেখক পরিচিতি : মনোজ চ‍্যাটার্জী
মনোজ চ‍্যাটার্জী, বেসরকারি ইন্জিনিয়ারিং কলেজের শিক্ষাকর্মী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।