আমরা সবাই একা

লেখক : বাপন মান্না

সকাল হ’লে সুপ্রভাত আর
রাত হ’লে গুড নাইট।
কেমন আছি জানতে চাইলে
বলি অল রাইট।।
সকাল-সন্ধ্যা কত লোকে
মেসেজ করে হায়।
ফ্রেণ্ড রিকোয়েস্ট দিয়ে সবাই
আপন হতে চায়।।
মনে মনে ভাবি আমি
সবাই আমায় চেনে।
দূরদূরান্তের মানুষও
গেছে আমায় জেনে।।
আমি যেন সেলিব্রেটি
বিশ হাজার ফলোয়ার।
কেউ নেয় না খোঁজ যখন শরীর
অসুস্থ হয় আমার।।
বিপদে পড়ে যখন আমি
সাহায্যের হাত চাই।
এত লোকের মাঝেও দেখি
একটিও হাত নাই।।
অনলাইনে সবার সাথে
যতই হোক না দেখা।
দিনে দিনে হয়ে যাচ্ছি
আমরা সবাই একা।।


লেখক পরিচিতি : বাপন মান্না
বাংলা সাহিত্যের এক উদীয়মান আধুনিক কবি হলেন বাপন মান্না, যিনি খুব অল্প সময়ের মধ্যেই তার মনোগ্রাহী লেখনী দ্বারা পাঠক সম্প্রদায়ের কাছে চর্চার এবং প্রশংসার কবি হয়ে ওঠেন। তাঁর জন্ম পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার মহেশপুর গ্রামে। পিতা দীনেশ মান্না ও মাতা জয়শ্রী মান্নার একমাত্র সন্তান তিনি। তিনি ছোট থেকেই দারিদ্রতার সঙ্গে লড়াই করে বড় হয়েছেন। তাই অভাব যে কি জিনিস, তা তিনি স্বচক্ষে দেখেছেন। তিনি ছোটবেলা থেকেই লেখালেখি করতে ভালোবাসতেন। তবে মূলত মাধ্যমিক পরীক্ষার পর থেকে তিনি চিরন্তন কবিতাগুলি সৃষ্টি করতে থাকেন। তাঁর কবিতাগুলির মধ্যে উল্লেখ্যযোগ্য হল - 'সৎ মা', 'ভয়ের পেশা', 'জিজ্ঞাসা', 'বন্দি', 'মানুষের অদ্ভুত বিচার', 'সন্তান', 'ধন্য অলোকেশ', 'সোনামণি', 'শুভ দীপাবলি?', 'আগন্তুক', ইত্যাদি। তাঁর 'শরৎ এলি', 'জোনাকি', 'বিশ্রাম দাও', 'মনমোহিনী', 'কাশ রূপসী' ইত্যাদি কবিতার মধ্যে প্রকৃতি যেন অপরূপ মহিমায় ধরা দেয়। প্রেম বিষয়ক কবিতাগুলি হল - 'যদি এমন হতো...', 'বৃষ্টি হয়ে যদি আসো', 'যেদিন তুমি চলে গেছো' ইত্যাদি। তিনি পাঠক-চিত্তে তাঁর লেখনী দ্বারা গভীর অনুভূতি ও ভালোবাসা সঞ্চার করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up