লেখক : অমিতাভ প্রামাণিক
পূজা শেষ হলেই স্টেশন রোডে এক দিদিমাকে দেখা যায় রঙ-বেরঙের হাতে তৈরী নারকেল দড়ির নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে বসে থাকতে। এবার সবে প্যাণ্ডেল বাঁধা শুরু হয়েছে, কিন্তু কি আশ্চর্য! সেই দিদিমাকে দেখলাম পাড়ার এ-প্যাণ্ডেল থেকে ও-প্যাণ্ডেল ঘুড়ে বেড়াচ্ছে, আর ফ্যালফ্যাল করে তাকিয়ে কী যেন থুঁজে বেড়াচ্ছে। আমি থাকতে না পেরে জিজ্ঞাসাই করে বসলাম, “কি গো দিদিমা কি খুঁজছো? এবার পূজার পর বসবে তো? আমি কিন্তু দুটো পা-মোছা আসন নেব, ভাল করে বানিয়ে রেখো।”
দিদিমা করুণ সুরে বলল, “কি করে বানাব বাবা, প্যাণ্ডেলে তো আর নারকেল দড়ি দেখছিই না। ওদের ফেলে দেওয়া দড়ি বাড়িতে নিয়ে গিয়ে আমি ওগুলো বানাতাম। প্যাণ্ডেল তো এখন দেখছি কাপড় ছেঁড়া দিয়ে বাঁধছে, প্যাণ্ডেল বাঁধতে আর নারকেল দড়ি লাগেনা, প্যাণ্ডেলে এখন নারকেল দড়ি নেইইই! প্যাণ্ডেলে এখন নারকেল দড়ি নেইইই!”
এই বলতে বলতে চলে গেল।
লেখক পরিচিতি : অমিতাভ প্রামাণিক
Librarian, R.I.O. Medical College, Kolkata 700073

