লেখক : সোমনাথ লাহা
আমার চারপাশ জুড়ে অস্থিরতা
চেনা রঙ অচেনা হয়ে উঠেছে
ক্যানভাস ধূসরতায় পরিপূর্ণ
ছবিগুলো বড় বেমানান লাগছে।
অবয়ব ঘষা কাঁচে অস্পষ্ট
জটিল আবর্তে ঘেরাটোপে বন্দী
সময়ের শব্দ শোনা যাচ্ছে
রুদ্ধ দ্বারের আড়ালে কথা ভেসে আসছে
ষড়যন্ত্র নিঃশব্দে ক্ষয়িষ্ণু করছে সমাজটা
একটু একটু করে মানবতার প্রাচীর ভেদ করে
থাবা বসাচ্ছে আত্মকেন্দ্রিক স্বার্থপরের দল
আমি দেখছি দু’চোখ মেলে…
চিৎকার করতে গেলেই রুদ্ধ করছে স্বর
বিলীনতায় ঢাকা পড়ছে মনুষ্যত্বের ভিত
অজান্তেই হারিয়ে ফেলছি সত্তা
কোথাও গিয়ে ক্ষীণ হচ্ছে আলো
কালের চাকায় স্তিমিত হয়েছে স্পর্ধা।
লেখক পরিচিতি : সোমনাথ লাহা
ফ্রিল্যান্স সাংবাদিক

