সববাংলায় লেখালিখি সাইটের লেখকদের জন্য সুসংবাদ। আপনারা দীপায়ন পুরস্কারের সঙ্গে সুপরিচিত যা আগে ইভেন্ট হিসেবে মাঝে মাঝে ঘোষণা করা হত। এখন আর আলাদা করে ইভেন্ট নয়, এখন থেকে দীপায়ন পুরস্কার প্রতিমাসে দেওয়া হবে। প্রতিমাসের প্রথম থেকে শেষ তারিখ অবধি প্রকাশিত লেখাগুলির মধ্যে সেরা লেখাগুলিকে পুরস্কৃত করা হবে যা ঘোষণা করা হবে পরবর্তী মাসের ১৫ তারিখ। অর্থাৎ ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর অবধি প্রকাশিত লেখাগুলিকে নিয়ে “দীপায়ন – নভেম্বর ২০২৫” পুরস্কার ঘোষণা করা হবে ১৫ ডিসেম্বর ২০২৫। একই ভাবে, “দীপায়ন – ডিসেম্বর ২০২৫” পুরস্কার ঘোষণা করা হবে ১৫ জানুয়ারি,২০২৬। পরবর্তী ঘোষণা না হওয়া অবধি এইভাবেই চলতে থাকবে।
কী পুরস্কার দেওয়া হবে?
ভারতীয় মুদ্রায় ৫০০ টাকা দেওয়া হবে। আপনার ভারতীয় ব্যাঙ্ক একাউন্ট থাকা বাধ্যতামূলক। এছাড়া ইমেলের মাধ্যমে শংসাপত্র দেওয়া হবে এবং আপনার লেখাটি আমাদের ওয়েবজিন সংকলনে প্রকাশিত হবে।
লেখা কীভাবে জমা দেব?
লেখা জমা দেওয়ার পদ্ধতিতে কোন রকম পরিবর্তন করা হচ্ছে না। অর্থাৎ, লেখা জমা দেওয়ার ফর্মে ক্লিক করেই লেখা জমা দিতে হবে। এখানে উল্লেখ্য, লেখায় ‘দীপায়ন পুরস্কারের জন্য’ বা এরকম কিছু উল্লেখ করার দরকার নেই, কেননা এরপর থেকে সাইটে জমা করা প্রতিটি লেখাই দীপায়ন পুরস্কারের জন্য বিবেচিত হবে।
লেখা জমা দেওয়ার জন্য কী নিয়ম মানতে হবে?
লেখালিখি সাইটে লেখা জমা দেওয়ার সমস্ত সাধারণ নিয়মাবলী প্রযোজ্য। এখানে ক্লিক করে নিয়মাবলী দেখে নিয়ে তবেই লেখা জমা করবেন।
লেখা কবে জমা দিতে হবে?
যেহেতু এটি এখন থেকে নিয়মিত পুরস্কার তাই লেখা জমা দেওয়ার কোন সময়সীমা নেই। আজ থেকে জমা পড়া প্রতিটি লেখাই কোন না কোনও মাসের দীপায়ন পুরস্কারের আওতায় আসবে।
আরও বিস্তারিত ভাবে বললে, আমাদের সাধারণ নিয়ম অনুযায়ী, যেকোন লেখা জমা পড়ার সর্বাধিক ৩০ দিনের মধ্যে লেখাটি প্রকাশিত হবে। যে মাসে লেখা প্রকাশিত হবে, সেই মাসের দীপায়ন পুরস্কারের জন্য আপনার লেখাটি বিবেচিত হবে। আপনার লেখা প্রকাশিত হলে, সাইটের সাধারণ নিয়মে আবার নতুন লেখা জমা দিতে পারেন – এবং সেটিও যে মাসে প্রকাশিত হবে সেই মাসের পুরস্কারের জন্য বিবেচিত হবে। এক্ষেত্রে দুটি অবস্থা তৈরি হতে পারে, (ক) আপনার লেখা ১ জানুয়ারি প্রকাশিত হল, আপনি ৩ জানুয়ারি আবার নতুন লেখা জমা দিলেন। আপনার দ্বিতীয় লেখাটি ২৭ জানুয়ারি প্রকাশিত হল। এক্ষেত্রে দুটি লেখাই জানুয়ারি মাসের পুরস্কারের জন্য বিবেচিত হবে। আপনি তৃতীয় লেখা ২৮ জানুয়ারি লেখা জমা দিলেন যা ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হল, সেটি ফেব্রুয়ারি মাসের পুরস্কারের জন্য বিবেচিত হবে (খ) আপনার ৩ জানুয়ারি জমা দেওয়া দ্বিতীয় লেখাটি ১ ফেব্রুয়ারি প্রকাশিত হল, সেক্ষেত্রে সেটি ফেব্রুয়ারি মাসের পুরস্কারের জন্য বিবেচিত হবে।
এর অর্থ, আমরা চাই আপনি নিয়মিত লিখুন, লেখা প্রকাশিত হলেই নতুন লেখা জমা দিন যাতে আপনার পুরস্কার পাওয়ার সম্ভবনা বৃদ্ধি পায়।
আমি কি নির্দিষ্ট দিনে বা মাসে লেখাটি প্রকাশ করার অনুরোধ করতে পারি?
না। আপনি আপনার সময়-সুযোগ মতো লেখা জমা দেবেন এবং আমরা আমাদের সময়-সুযোগ মতো প্রকাশ করব। আমরা শুধু এটুকু নিশ্চয়তা দিতে পারি – লেখাটি সমস্ত নিয়ম মেনে জমা করলে জমা দেওয়ার ৩০ দিনের মধ্যে প্রকাশিত হবেই।
এক সঙ্গে একাধিক লেখা জমা দেওয়া যাবে?
না। একসঙ্গে একাধিক লেখা জমা দেবেন না। আলাদা আলাদা বিভাগেও দেওয়া যাবে না। সেক্ষেত্রে সম্পাদকমণ্ডলী প্রথমটি প্রকাশ করে বাকিগুলি বাতিল করতে পারেন। সাইটে লেখা প্রকাশিত হলে তবেই নতুন লেখা দেবেন। অন্য নামে, বা ছদ্মনামেও একাধিক লেখা দেবেন না -পুরস্কার দেওয়ার সময় বা অন্য কোনভাবে ধরা পড়লে লেখককে পুরস্কার নাও দেওয়া হতে পারে।
কোন নির্দিষ্ট বিভাগ বা বিষয়ে লিখতে হবে কি?
না, সমস্ত বিভাগের লেখাই পুরস্কারের জন্য বিবেচিত হবে। একইভাবে, কোন বিষয়বস্তুও নির্দিষ্ট নয়।
একজন কি একবারই পুরস্কার পাবে?
এরকম কোন নিয়ম নেই। আপনার লেখা প্রতি মাসেই সব থেকে ভাল হলে আপনি নিয়মিত পুরস্কার পেতেই পারেন। তাই একবার পুরস্কার পেলেও লেখা দিতে থাকুন।
লেখার বিচার কীভাবে করা হবে?
প্রাথমিকভাবে লেখাটির বিচার করবেন লেখালিখির সম্পাদকমণ্ডলী। তবে কোনকারণে একাধিক লেখা নিয়ে সম্পাদকমণ্ডলী যদি সর্বসম্মতিতে পৌঁছাতে না পারেন তাহলে আলোচ্য লেখাগুলির পাঠসংখ্যা ও লেখাগুলিতে জমা পড়া কমেন্ট দেখা হবে। তাই নিজের লেখা প্রচার করবেন ও পরিচিত জনদের কমেন্ট করতে অনুরোধ করবেন। তবে, পাঠসংখ্যা ও কমেন্ট তখনই দেখা হবে যখন সম্পাদকমণ্ডলী ঐক্যমতে পৌঁছাতে পারবেন না – তাই সর্বাধিক পঠিত লেখাই যে পুরস্কার পাবে এমন নয়, ভাল মানের লেখা পুরস্কার পাবে।
লেখা প্রচারের জন্য কি সম্পূর্ণ লেখাটি সমাজমাধ্যম বা অন্যত্র দিতে পারব?
না। সম্পূর্ণ লেখা অন্যত্র দিতে পারবেন না। লেখার আকর্ষণীয় অংশ তুলে লেখাটির লিঙ্ক দিতে পারেন। আমরা পুরস্কার দেওয়ার আগের মুহূর্ত অবধি লেখাটি অন্যত্র প্রকাশ করা যাবে না। প্রসঙ্গত উল্লেখ্য, আমাদের ওয়েবজিনের সংকলনে যেখানে পুরস্কৃত লেখা ছাড়াও অন্যান্য লেখা স্থান পাবে, সেখানেও লেখাটি অন্যত্র অপ্রকাশিত থাকতে হবে। তাই পুরস্কার ও ওয়েবজিনে সুযোগ পেতে আমাদের সাইটে প্রকাশিত লেখা অন্যত্র না দেওয়াই শ্রেয়।