লেখক : ড. শুভদীপ বন্দ্যোপাধ্যায়
অনন্ত যদি একটি বিন্দুতে আসে
তার শীর্ষ চূড়ায় এঁকে দিও অপরাজিতা
হাতে তুলে দিও পদ্ম কোরক
যাওয়া আসার সে পথে আলোকে
স্বভাবতই জেনো – চতুর্থ চক্রের নামে
তাই হাতে না হয় নাই নিলে
বর্ণমালার সব অমোঘ পাণ্ডুলিপি
প্রারব্ধ হয়ত একদিন ওখানেই ছিল
আজ তোমার হাতেই রয়েছে তার বাঁচার ঠিকানা…
লেখক পরিচিতি : ড. শুভদীপ বন্দ্যোপাধ্যায়
কবির জন্ম হাওড়ার বালিতে। বড়ো হয়ে ওঠা নদিয়ার রানাঘাটে মায়ের সংগীত চর্চা এবং বাবার কাব্যচর্চার মধ্যে দিয়ে। কবির পিতা ছিলেন একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহঃশিক্ষক। কবির উচ্চশিক্ষা এবং গবেষণা পুরোটাই কলকাতা বিশ্ববিদ্যালয়ে। কবির পেশা অধ্যাপনা। নেশা ধর্ম ও সাহিত্য চর্চা। সঙ্গে ছবি আঁকা, সাংবাদিকতা।

