সমাজে অপরাধ বেড়ে যাওয়া ও করণীয়

লেখক : ইমদাদ হোসেন

বাংলাদেশের মোট জনসংখ্যার তুলনায় আইন-শৃঙ্খলা বাহিনী খুবই স্বল্প। এত স্বল্প পরিমাণ বাহিনী দিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সরকারের জন্য অবশ্যই চ্যালেঞ্জিং ব্যাপার। সম্প্রতি ঘটে যাওয়া জুলাই-অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপের দিকে গিয়েছে। এর অন্যতম কারণ পুলিশ পুলিশিংয়ে যথার্থ ভূমিকা পালন করতে পারে নি। অপরাধ বেড়ে যাওয়ার অন্যতম কারণ যেমন পুলিশের সাথে সমাজের মানুষের দূরত্ব, তেমনই সামাজিক, নৈতিক অবক্ষয়ও বিদ্যমান। তবে প্রতিরোধমূলক ব্যবস্থা যদি এখন থেকেই গ্রহণ করা সম্ভব হয়, তবেই তা ফলপ্রসূ হবে। সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধমে এমন সমাজ গঠন করতে হবে, যেখানে অপরাধী তার অপরাধমূলক কার্যালাপ করতে বাধাপ্রাপ্ত হয়। বর্তমান সময়ে ভঙ্গুর পুলিশ বাহিনী ও সমাজের সাথে তাদের দূরত্ব কমাতে কমিউনিটি পুলিশিং হয়ে উঠতে পারে সবচেয়ে সুন্দর মাধ্যম। এই পুলিশিং ব্যবস্থায় শুধু পুলিশ বাহিনীই না, বরং সমাজের প্রত্যেকটি সচেতন মানুষই পুলিশ হয়ে উঠেন। এতে সমাজে যেমন অপরাধ কমবে, তেমনই পুলিশের সাথে সাধারণ মানুষের দূরত্বও অনেকাংশে কমবে। অপরাধ প্রতিরোধ ও সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষেরই সচেতন হয়ে ওঠা প্রয়োজন।


লেখক পরিচিতি : ইমদাদ হোসেন
শিক্ষার্থী, ক্রিমিনোলোজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up