লেখক : ইমদাদ হোসেন
হে জীবন…!
এত খরচ করে শিখেছি কথা বলা।
মায়ের প্রসব বেদনা, আমার অর্থহীন কান্না পরিপূর্ণ হওয়া,
জীবনের হেরফেরে কেটে যাওয়া সময়। আর মৃত্যু এসে
বলে গেল – নীরবতাই যেন শেষ সত্য, বাকি সব বৃথা!
লেখক পরিচিতি : ইমদাদ হোসেন
শিক্ষার্থী, ক্রিমিনোলোজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

