লেখক : সোমনাথ লাহা
নিস্তব্ধতার স্রোতে ভেসে গিয়েছি বিচ্ছিন্নতার দ্বারপ্রান্তে
অবিরত পদচারণ আর একাকিত্বের গন্ধমাখা ঘরে
নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি
সামনে খোলা খাতা, কাগজপত্র… টেবিল-চেয়ার
লিখতে ইচ্ছে করছে না কিছুই আর
দমবন্ধ হয়ে মৃতপ্রায় সৃজনের বীজ
অঙ্কুরিত চারার স্বপ্নের প্রত্যাশাও করে না
তুমিও তো সেই কবেই চলে গিয়েছ জীবন থেকে
আয়নায় আর তোমার ছায়াও তাই পড়ে না
নৈঃশব্দ্য নিরন্তর আনাগোনা করে চারপাশে
খসখসে কাগজের শব্দ, ছড়ানো ছিটানো আসবাব
আলো আঁধারির ছায়াপথ রয়েছে এই ঘর জুড়ে।
মানসিক দোলাচলের গণ্ডি ঘিরে রেখেছে আমায়
আরাম কেদারাও তাই বড় স্বস্তির আবাস নয়।
মনের গভীরে তবে কি রেখাপাত করে অজানা ভয়!
যদিও জানি এসব নিছক শঙ্কা, আসলে কিছুই নয়।
আমি আর একাকিত্বের শুধুই এ বিচরণ…
মন জানে সবকিছুই, তবে কেন শিহরণ!
এভাবে কি সত্যিই থাকতে চেয়েছিলাম আমি!
জানি সবটাই.. তবু এটা নয় নিছক পাগলামি।
সময়ের দ্বারপ্রান্তে হয়ে গিয়েছে লেখা
সেই তো বিচ্ছিন্ন সবকিছু, ধূসর রঙে আঁকা।
লেখক পরিচিতি : সোমনাথ লাহা
ফ্রিল্যান্স সাংবাদিক


জনাব, এই প্লাটফর্মে আমার একটা কবিতা প্রকাশ করতে চাই। এর আগে কয়েক বার বার্তা পাঠানো হয়েছে কোনো উত্তর আসে নাই।