লেখক : আবুল হাসান তুহিন
চোখের মাঝে চোখটি রেখে
হারিয়ে যায় মন,
তোমার মাঝে আমি হ’লাম
জানি না কখন।।
রাতের মাঝে যেমনি করে
হারিয়ে যায় দিন,
ভোরের আলো রাতের কাছে
তাই রেখে যায় ঋণ।
তুমি আমি মিলেমিশে
এক হয়েছি যখন,
তোমার মাঝে আমি হ’লাম
জানি না কখন।।
আঁধার কোলে আলো এসে
আদর মেখে যায়,
আকাশ বুকে চাঁদ জ্যোৎস্নার
আবির মাখি গায়।
প্রেম সোহাগে তুমি আমি
হয়েছি আপন,
তোমার মাঝে আমি হ’লাম
জানি না কখন।।
লেখক পরিচিতি : আবুল হাসান তুহিন
গীতিকার ও নাট্যকার, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন

