লেখক : ইসরাত জাহান তানজিলা
আমি বহুদিনের এক ক্লান্ত আত্মা, এক অতৃপ্ত সত্তা
অমিয় সুধা পান করেও যেন আমার আত্মার হাহাকার থামছেই না!
আমি সরু জানালার পাশে বসে পুরো ব্রহ্মাণ্ড দেখার নেশায় মত্ত হয়েছি সেই কবে থেকে!
অতিমাত্রার অস্থিরতা গ্রাস করেছে আমায়,
যেন আমার এই উদ্দাম গতি থামানোর জন্য পৃথিবীতে আর একটা প্রাণও অবশিষ্ট নেই!
পথ, নিশানা, বিবেক হারিয়ে আমি নিঃস্ব; দিগ্বিদিক স্বস্তি খুঁজে খুঁজে আমি পথ হারিয়েছি।
তেপান্তরে কে যেন খুব সুখে আছে, এ আমার বিশ্বাস হয়না!
আমি ছুটছি, ছুটে চলছি, ঝড় ঝাপটা আমায় ছুঁতেই পারেনা! কিন্তু এ কী? আমি থামব কোথায়!
আমি বসন্তে হাসব বলে বর্ষাকে উপেক্ষা করেছি, শরতের সাদা মেঘ, নীলাকাশ উপেক্ষা করেছি,
আজ সব ডিঙিয়ে এসে দেখি সব ভ্রম! ছল, ভণ্ডামি
এখানে বসন্ত আসেনা, কেউ সুখী না,
আমি সব দেখলাম, আমি বলছি এসব একদিন ছারখার হবে!
হয়তো সব কপটতা মিশে যাবে মাটির সাথে,
এতে আমার খুব একটা ক্ষতি হবেনা।
আমি তো অন্তহীন সংকটের অতলে ডুবে গেছি, আর কে পায় আমায়????
লেখক পরিচিতি : ইসরাত জাহান তানজিলা
ইসরাত জাহান তানজিলা। সদ্য গ্র্যাজুয়েশন সম্পন্ন করা এক তরুণ কবি।সাহিত্য প্রেমী এবং বাংলা ভাষাকে সত্যিকারে ভালোবাসে এমন অনেকের একজন।

