লেখক : কাজল মণ্ডল
পাখিরা উড়ে গেলে-
দিন ফুরায়।
নামে শান্ত সাঁঝ।
জ্বলে সন্ধ্যা-প্রদীপ।
উড়ে ধূপের সুগন্ধী।
ঘরে ঘরে বাজে শাঁখ।
এটা একটা গাঁ।
একটা ছোট্ট গাঁ।
নদীর পাড়ে।
ব্যস্ততার ছোঁয়া সেভাবে
এখানে এখনও লাগেনি।
ক্রমশঃ রাত নামে।
রাত ঘন হয়।
নদীর জল-
পাড়ে এসে ধাক্কায়,
আবার ফিরে যায়।
যেমন জীবন মরণ।
লেখক পরিচিতি : কাজল মণ্ডল
মুর্শিদাবাদবাসী। পেশায় শিক্ষক। নেশা লেখালেখি।

