লেখক : শিবানী ভট্টাচার্য বন্দ্যোপাধ্যায়
যখন তারারা ঢেকে যায় নীল মেঘে
আমি সততাকে রাখি চোখের গভীরে,
দু’-একটা মনখোলা কুটির
থেকে যায় তবুও!
তাদের জন্য কেবল নির্দিষ্ট
গুটিসুটি গন্তব্য এবং কিছু লোকালয়
এদিকে ফোয়ারার বাইরে
তখনও দিনরাত্রি, সীমা ছাড়িয়ে যাওয়া বৃক্ষ ভাস্কর্য
আর কিছু বিক্ষিপ্ত – অপরিচিত গল্পকথা
শেষ পর্যন্ত তাই ফিরতেই হয়।
নিজের কাছে ফেরাটাই যে চিরকালের নির্দিষ্ট…
লেখক পরিচিতি : শিবানী ভট্টাচার্য বন্দ্যোপাধ্যায়
লেখিকার জন্ম হাওড়ার বালিতে। উচ্চশিক্ষা পুরোটাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে। কর্মসূত্রে শিক্ষিকার দায়িত্ব পালন এবং বিবাহ সূত্রে নদিয়ার রানাঘাটে আসা। প্রতিমুহূর্তের সঙ্গী শাস্ত্র চর্চা, কবিতা লেখা, গ্রন্থ পাঠ, সংগীত চর্চা এবং কিছুটা লেখা লিখির চেষ্টা। সম্পাদিত পত্রিকা - কবিতা প্রয়াস।

