লেখক : ড. শুভদীপ বন্দ্যোপাধ্যায়
দুঃখের মাঠ এক সময় কাঠ হয়ে এলে
বটবৃক্ষের চূড়ায় আসে ফাল্গুন…
আর তুমি সরে যাও আমার থেকে আরও দুহাত!
তবু পথটুকু ফুরায়…
পড়ন্ত জোৎস্নার আলোয় শুয়ে থাকা
কয়েকটা পাণ্ডুলিপির অবশেষ
তখনও ডুব সাঁতার কাটে,
প্রেমপত্রে খেলা করে কালশিটের মতো পোড়া দাগ
রেল লাইনের ধারে পড়ে থাকা পাথর উঠে আসে সেখান থেকেই সর্বাঙ্গে!
সারা শরীরে খেলা করে অতৃপ্তির জড়ুল…
একা একাই ভাঙে স্মৃতির কাচ
তবু কেউ হাসে। হেসে বলে, তোর চোখের জলেই সংসারহীনে ফেলে যাই আমার লুপ্ত অতীত…
লেখক পরিচিতি : ড. শুভদীপ বন্দ্যোপাধ্যায়
কবির জন্ম হাওড়ার বালিতে। বড়ো হয়ে ওঠা মায়ের সংগীত চর্চা এবং বাবার কাব্যচর্চার মধ্যে দিয়ে। বিজ্ঞান বিভাগে পড়তে পড়তে হঠাৎই বাংলা নিয়ে পড়া। উচ্চশিক্ষা এবং গবেষণা পুরোটাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে। পেশা - অধ্যাপনা। নেশা - ধর্ম ও সাহিত্য চর্চা। সঙ্গে ছবি আঁকা, গান গাওয়া, সাংবাদিকতা।

