লেখক : বিপ্লব চন্দ্র দত্ত
আমি যদি হতেম কোন
নামিদামি নবাব,
কেউ কিছু বললে দিতাম
দাঁতভাঙা জবাব!
কাজ না থাকলে যেমন
দাঁত কেলিয়ে হাসে,
দাঁত ব্যথায় অনেকেই
নয়ন জলে ভাসে!
পরীক্ষায় কঠিন প্রশ্ন
দাঁত বসানো যায় না,
দাঁতকপাটি লাগলে কারও
চেতন ফিরে পায় না!
অতিমাত্রার বেয়াক্কেলের
আক্কেল দাঁত ওঠে,
দাঁত খিঁচিয়ে বানর দল
এদিক-ওদিক ছোটে!
দুধের দাঁত পড়ে যখন
বয়স হবে পাকা,
দাঁত বাঁধিয়ে বুড়োদের
বয়স থাকে ঢাকা!
এক চড়ে ফেলে দেওয়া
বত্রিশটি দাঁত!
দাঁতের সম্মান বোঝেনা
বাঙালির জাত!
লেখক পরিচিতি : বিপ্লব চন্দ্র দত্ত
বাংলাদেশ ব্যাংক সিলেট এ অতিরিক্ত পরিচালক পদে কর্মরত আছেন। প্রহেলিক, আয়না, মুখোশ, স্বপ্নডানা নামে 4টি কাব্যগ্রন্থ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। জন্মস্থান-নেত্রকোনা, 20শে কার্ত্তিক,1374

