লেখক : সঙ্গীতা সেন
বুঝিতে না পারে রাধা এ সমাজ আমার ভালবাসা,
ভালবেসে হ’লে তুমি কলঙ্কিনী ও আমার রাধা!
ভালবাসার সাতকাহনে বাঁধিলাম আমি বাঁশির সুর,
ছন্দহীন জীবন আমার, তুমি বহুদূর!
বিচ্ছেদের এই দহন জ্বালা সহিতে না পারে এ হৃদয়,
আজ আমার প্রেম সাগরের ভাটা শুধু তোমার কথা কয়!
মীরা আমায় পেয়েও হ’ল না তার বক্ষ মাঝে ঠাঁই,
আমার বাঁশির সুরে রাধা শুধু তোমায় খুঁজে যাই!
ভালবেসে বিবাগী আমি হলাম মাতোয়ারা,
ভাব সাগরে পাই না যে কূল আমি দিশাহারা।
অশ্রুসিক্ত নয়ন তোমার আমার ব্যাকুলতার কারণ,
নীরব চোখে চেয়ে রই, প্রকাশ করা যে বারণ!
লেখক পরিচিতি : সঙ্গীতা সেন
আপনভুলো

