লেখক : মনোজ চ্যাটার্জী
অনেকদিন দেখিনি তোমায় তখন সেই অচেতনকাল
ঊষার তমসায় নিঃশব্দে এসে প্রতিবাদহীন ছদ্মরাক্ষস
গুটি গুটি পায়ে উঠোনে মেলা পরিশ্রমের সোনালী ধান
একটু একটু করে গ্রাস করছিল রক্তলাল সূর্য উত্তাল।
এখন আর সে দিন নেই যে শুধরে নেব অসহায় ভুল
তোমার সে স্বচ্ছ আলোড়ন মৌসুমী মেঘের কালো রং
বটের পাতায় লুকিয়ে থাকা একাকী অভিমানী বুলবুল
চিরতরে শব্দহীনতার আড়ালে তুমি নিস্তব্ধ আরজুমান।
ভুলে যেয়ো সেই অভিমান বালিবাঁধে নিঃসঙ্গ বাবলাগাছ
আন্দামানে গরুচরা মাঠে রাখালের গোঙানির আর্তস্বরে
জাগেনি যে নির্বোধ মন শূন্যহাতে বিফল দিশাহীন স্বরাজ
অন্তহীন চাহিদার বিষে জর্জরিত মানুষ অজানিতে মরে
তবু মনে পড়ে সেই মুখ কাঠবিড়ালির মত দুষ্টুমিষ্টি চোখ
নির্জন দুপুরের ছায়াতলে তৃপ্ত ঘুঘুর ডাকে বুভুক্ষু শোক।
লেখক পরিচিতি : মনোজ চ্যাটার্জী
মনোজ চ্যাটার্জী, বেসরকারি ইন্জিনিয়ারিং কলেজের শিক্ষাকর্মী

