জলের ধারে যাই

লেখক : মনোজ চ‍্যাটার্জী

জলের ধারে যাই চলো অরিন্দম এখানে বড় ভিড়
অকারণ কৌতুহলী চোখে নিশ্বাসে বারুদের গন্ধ লাগে
ওই প্রিন্সেপঘাট, গঙ্গা বয়ে যায় সাগরের নির্লিপ্ত রাগে
মাঝির কাছে যাই চলো অনর্গল গল্প শুনি তরণীর।

গঙ্গাসাগর নয় চলো স্মৃতির সাগরে ডুব দিয়ে খুঁজে আনি
প্রতিবাদের প্রবহমান স্রোত নীতিহীন ময়লা ধুয়ে দেয়
নিমগ্ন রিকশাওলার কাছে নিরন্তর প‍্যাডেলের উৎস জানি
বহুদূর চলে গিয়ে সেই পথিকের আশেপাশে গীত গায়।

জলের ধারে যাই ক্ষণিকের অবকাশে কলুর বলদজীবন
হয়নাকো শেষ সভ‍্যতার আদিম ক্ষণে দাপটদানব এসে
গড়েছিল বুর্জ জেড্ডার সুকঠিন ভিত অমর হবার আশে
সাগর পানে যায় জীবনের অবকাশে অন্বেষণে নবজীবন।


লেখক পরিচিতি : মনোজ চ‍্যাটার্জী
মনোজ চ‍্যাটার্জী, বেসরকারি ইন্জিনিয়ারিং কলেজের শিক্ষাকর্মী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up