আলোর মধ্যবর্তী নৈতিক ভূগোল

লেখক : আজাহার রাজা

মহাশূন্যে অজস্র দহনভঙ্গির ভূগোল,
দীপ্তির ভিতর জন্মে অগ্নিপীঠের স্মৃতি,
চিরন্তন আলোয় অক্ষয়।

ঘূর্ণায়মান রক্তছাপ পাঁজরে বিশুদ্ধ,
দরদী হৃদয়ের ছন্দে ইতিহাসের প্রাচীন শিখা,
গড়ে মানবতার ভজন।

চেতনা ধ্বনিত অগ্নিস্বর কাঠগড়ায়,
কান্নায় ভেজা পথ,
প্রতিবাদে নির্বিকালের দিকদর্শী শপথে ধূলিসাৎ।

জন্ম কিংবদন্তি নয় বিশুদ্ধ রূপান্তর
সময়ের ঘামে গড়ে নৈতিকতার অটল স্তূপ,
অধিকার, জাগ্রত স্বপ্ন, ঋতুর উচ্চারণ।

নীতির অগ্নিগর্ভে, সংস্কৃতির উপত্যকায়,
লেখনী বিপ্লবের ছুরি, উত্তাল প্রতিধ্বনি।
আলোকরশ্মি, বিপ্লবের যজ্ঞে কঙ্কালহীন রক্ত।

ধুলোমাখা পথে সত্য অবিচল, অক্ষয়
সময়ের অগ্নিগর্ভ থেকে জীবনের দীপ্তি,
আলোকিত, সত্য, সহানুভূতি ও অনন্ত আশা।

সংস্কৃতির মাঠে শব্দেরা নৃত্য করে মুক্তির ছন্দে,
ভাষা আর জীবনের সীমান্তে জমা গান—
শুধু উচ্চারণ নয়, মানবিকতার প্রতিজ্ঞা।


লেখক পরিচিতি : আজাহার রাজা
আজাহার রাজা: শুদ্ধতার কবি আজাহার রাজা আধুনিক বাংলা সাহিত্যের একজন স্বতন্ত্র কাব্যশিল্পী, যাঁর কবিতা শুদ্ধতা, মানবিকতা ও আত্মোপলব্ধির অনন্য দৃষ্টান্ত। শৈশবে প্রকৃতি ও মানবিক অনুভূতির প্রতি অনুরাগ তাঁকে সাহিত্যচর্চায় অনুপ্রাণিত করে। তাঁর প্রথম কাব্যগ্রন্থ অনিশ্চিত যাত্রা। আজাহার রাজার কবিতায় জাগতিক সীমা ছাড়িয়ে দর্শন ও মানবিক মূল্যবোধের মেলবন্ধন ঘটে। শব্দের নিপুণ ব্যবহারে তাঁর রচনাগুলো গভীর জীবনবোধের বহিঃপ্রকাশ। তিনি সমাজের ভণ্ডামি ও মানবতার সংকটকে তীক্ষ্ণভাবে উপস্থাপন করেন, যা পাঠককে আত্মজিজ্ঞাসায় উদ্বুদ্ধ করে। প্রকৃতি, প্রেম ও সমাজবোধে পরিপূর্ণ তাঁর কবিতা এক মহাজাগতিক অনুরণন সৃষ্টি করে। শুদ্ধতার কবি হিসেবে আজাহার রাজা বাংলা সাহিত্যে বিরাজমান, যাঁর সৃষ্টিশীলতা যুগ যুগ ধরে পাঠকের হৃদয়ে গভীর রেখাপাত করবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up