দণ্ডিত

লেখক : পূর্বিতা পুরকায়স্থ

দণ্ডিতের মত
নিজের ছায়ার সাথে কথা বলি।

অপ্রেমে কেটে গেল এতটা বছর!
গাছের বুক ঘেঁষে যে নীড় গেঁথেছিলাম
একা একাই তাতে কত নৌকো ভাসিয়েছি
বিষাদের জল সরিয়ে আবার মাথুর হয়েছি।

তারপর বহু যুগ পর
প্রথম প্রেমিক এলে,
কিছু বোঝার আগেই দেখি
নীড় নয়
গাছটাই পুরো কালো হয়ে গেছে।


লেখক পরিচিতি : পূর্বিতা পুরকায়স্থ
লেখিকা কবিতা ও গল্প লেখেন। পেশায় ব্যাঙ্ককর্মী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up