রাত কত হ’ল?

লেখক : রাজীব চক্রবর্ত্তী

রাত কত হ’ল?
এ প্রশ্ন যেন পৃথিবীর আলো না দেখা মৃত এক ভ্রূণ,
ভূমিষ্ঠ হওয়ার কথা ছিল যাদের হাত ধরে
তারা আজ রোদ্দুর মাপে অন্ধকারে।

দিনের আকাশও মেঘে ঢাকলে অন্ধকার হয়,
এই অজুহাতে
হিসেবি নৌকার নাবিকেরা
উদাসীন অবসাদে মিশে যায়
যাপনের তীরে।

ভোরের কুয়াশা ঢাকা আকাশ বলে
ক্যাকটাসসম বিদগ্ধরা,
ভাষার জালে পাশ কাটিয়ে
আশ্রয় নেয় কাঁচের ঘরে।

অন্ধকারের বুক চিরে
ফুটফুটে সকাল আনার কথা ছিল যাদের,
তারা আঁধারের বুকে
গোধুলির আমেজ খোঁজে, আর
একে অপরের পিঠ চুলকায়।

শুধু, ভোরের আশায়
যারা প্রতিনিয়ত অন্ধকারে হোঁচট খেয়ে চলেছে,
তারা চিৎকার করে বলে –
কেউ কি জানে না
রাত কত হ’ল?


লেখক পরিচিতি : রাজীব চক্রবর্ত্তী
জন্ম ১৯৭০ সালের ৩০শে ডিসেম্বর, কলকাতার সিঁথিতে। পেশায় কেন্দ্রীয় সরকারী কর্মচারী। দৈনন্দিনতার ক্লান্তি কাটাতেই মূলত: কলম ধরা। বেশ কয়েকটি লিট্ল ম্যাগাজিনে লিখেছেন গল্প, কবিতা। ২০১৭ সালে প্রকাশিত "সংশ্লেষ" নামক গদ্য সংকলনে স্থান পেয়েছে তাঁর মুক্তগদ্য। ঐ একই বছরে সোনারপুর কাব্যমঞ্চ আয়োজিত স্বরচিত কবিতা প্রতিযোগিতায় তৃতীয় স্থান লাভ করেন তিনি। ২০১৯ সালে প্রকাশিত "অন্য গদ্য" গ্রন্থে স্থান পেয়েছে তাঁর গদ্য। জীবনের বিবিধ অনুভূতি, বাস্তবতাকে ছন্দে বাঁধার প্রয়াসে তাঁর কবিতাচর্চা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up