ছায়ার লড়াই

লেখক : নীল নন্দী

তিনটি মনের একটিই পথ, গন্তব্য তার এক,
একজনের বুকে শ্রাবণ ধারা, অন্যজন নির্বাক।
আকাশ ভালবাসে নীলাকে খুব, উজাড় করে মন,
নীলা খোঁজে আরিয়ানকে, একলা সারাক্ষণ।
আরিয়ান বাঁচে বন্ধুত্বের দায়ে, বুকের ভেতর ক্ষত,
সে হাসিমুখে সব বিলিয়ে দেয়, হার না মানা এক ভক্ত।
একই বৃত্তে ঘোরে তারা, নেই তো কারও দোষ,
কেউ পায় প্রেমের দেখা, কারও মনে শুধুই আফসোস।
মাঝখানে দাঁড়িয়ে ভালবাসা আজ বড্ড অসহায়,
একজন পায় না হাতটি ধরেও, অন্যজন দূরে হারায়।


লেখক পরিচিতি : নীল নন্দী
নীল নন্দী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up