এই জীবন

লেখক : কাশফিয়া নাহিয়ান

এই জীবনে আর হ’ল না আমার ভাল থাকা
জানি না কেন এই নিয়তি আমার হাজারো কলঙ্কে মাখা।
এই জীবনে হ’ল না কোন দেবদূতের আগমন
প্রতিমুহূর্ত দুঃখ আর কষ্টকে করতে হ’ল বরণ
এই জীবনে পাওয়া হ’ল না কারও ভালোবাসা
এই জীবনে হ’ল না সুখের আতিশয্যে হাসা
এই জীবনে পেলাম না কারও আশীর্বাদ
এই জীবনে করে গেলাম শুধু বুকভরা আর্তনাদ
এই জীবনে হ’ল না কোন স্বপ্নপূরণ
আমার দূরবস্থা বর্ণনা করতে পারবে না কোন শব্দচয়ন
এই জীবনে নেওয়া হ’ল না মুক্ত বাতাসে নিঃশ্বাস
এই জীবনে উপহার হিসেবে পেলাম শুধুই অবিশ্বাস
এই জীবনে পেলাম না কারও সান্নিধ্য
এই জীবনের অভিজ্ঞতা পানসে, নীরস, তিক্ত
এই জীবনে কাজে আসল না আমার দ্ব্যর্থহীন যুক্তি
অনন্ত যাত্রায় পাব কাঙ্ক্ষিত মুক্তি।


লেখক পরিচিতি : কাশফিয়া নাহিয়ান
আমি কাশফিয়া নাহিয়ান। ইংরেজি সাহিত্যে অনার্স মাস্টার্স। লেখালেখি আমার প্যাশন। সাহিত্য চর্চা করে নিজেকে শাণিত করতে চাই।"সেরা কবিতা ২০২৫"পুরস্কার এ ভূষিত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up