সমস্ত সাহিত্যপ্রেমী কিশোর কিশোরীদের জন্য সুসংবাদ। দীপায়ন ১ এবং ২ এর তুমুল সাফল্যের পর সববাংলায় লেখালিখি নিয়ে এসেছে – দীপায়ন ৩ পুরস্কার। ‘লেখালিখি’র শুভানুধ্যায়ী প্রয়াত দীপঙ্কর চট্টোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে তাঁর সন্তান অরিত্র চট্টোপাধ্যায় “দীপায়ন” পুরস্কার চালু করেছেন। তবে দীপায়ন ১ বা দীপায়ন ২ এর সাথে দীপায়ন ৩ এর চরিত্রগত একটা পার্থক্য আছে। দীপায়ন ৩ এর মাধ্যম লেখা নয়, ভিডিও।
প্রতিযোগিতার সাধারণ নিয়মাবলী:
- প্রতিযোগিতার তিনটি বিভাগ রয়েছে। আবৃত্তি, গদ্যপাঠ এবং গান। একজন প্রতিযোগী একটিমাত্র বিভাগেই অংশগ্রহণ করতে পারবে। সাধারণ নিয়মাবলী ছাড়াও, যে বিভাগে অংশগ্রহণ করবে, সেই বিভাগের নিয়মাবলী দেখো।
- বিজেতাদের প্রত্যেককে ৫০০ টাকা মূল্যের পুরস্কার দেওয়া হবে। সঙ্গে শংসাপত্র দেওয়া হবে।
- ভিডিওতে ভাষা অবশ্যই বাংলা হতে হবে।
- ভিডিওতে শব্দ যেন পরিষ্কার হয় এবং কথা বা গান স্পষ্টভাবে যেন শোনা যায়। শব্দ পরিষ্কার না হলে অথবা অন্যান্য অযাচিত শব্দ (যেমন যানবাহনের শব্দ, ঘরে পাখা বা টিভি চলার শব্দ, অন্য মানুষের কথার শব্দ) থাকলে ভিডিওটি গ্রহণ করা হবে না। রেকর্ডের সুবিধার জন্য একটি বদ্ধ ঘরে পাখা বন্ধ করে রেকর্ড করতে পারো।
- ভিডিও অবশ্যই ল্যান্ডস্কেপ মোডে নিও অর্থাৎ ফোনকে আড়াআড়ি ভাবে ধরে রেকর্ড করো।
- প্রতিটা বিভাগের জন্য আলাদা বিজেতা ঘোষণা করা হবে।
- ভিডিওতে প্রতিযোগীকে পরিষ্কার ভাবে দেখা না গেলে বা ভিডিওর মাঝে অন্য কোনো ছবি বা ফুটেজ দেখা গেলে সেই ভিডিও গ্রহণ করা হবে না।
- একজন প্রতিযোগী একটিমাত্র ভিডিও ফাইল জমা দিতে পারবে। ফাইল সাইজ ২ জিবির বেশি হলে তা প্রতিযোগিতার জন্য গৃহীত হবে না।
- ভিডিও ক্যামেরা বা মোবাইলে রেকর্ড করে সেই ফাইলটা (RAW File) আপলোড করবে। কিন্তু ভিডিও এডিট করে তাতে কোন ছবি বা লোগো থাকলে তা প্রতিযোগিতার জন্য গৃহীত হবে না।
- ভিডিওতে আলাদা ভাবে কোন মিউজিক যোগ করলে ভিডিওটি গ্রহণ করা হবে না।
- ২৫ সেপ্টেম্বর , ২০২৫ তারিখে প্রতিযোগীর বয়স হতে হবে ১১ থেকে ১৬ বছর। কোনও প্রতিযোগীর ভিডিও প্রাথমিকভাবে নির্বাচিত হলে সম্পাদকমণ্ডলীর সেই প্রতিযোগীর বয়সের প্রমাণপত্র চাইবে।
- এই প্রতিযোগিতায় বিজেতা নির্বাচিত হবে সাধারণ মানুষের দ্বারা। একটি ভিডিও কতজন মানুষ, কতক্ষণ দেখছেন তার ভিত্তিতেই বিজেতা নির্বাচিত হবে। এটা নির্ধারিত হবে সববাংলায় ভ্লগ চ্যানেলের প্রতিটি ভিডিওর ওয়াচ আওয়ারের উপর ভিত্তি করে। যদি কোনো দু’জন প্রতিযোগীর ভিডিওর ওয়াচ আওয়ার সমান হয়, তবে ঐ ভিডিওটিতে কতজন লাইক দিয়েছেন, তার ওপর বিচার করে স্থান নির্ধারণ করা হবে। উপরের সমস্ত তথ্য ইউটিউব এনালিটিক্স থেকে নেওয়া হবে।
- সম্পাদক মন্ডলী দ্বারা প্রাথমিকভাবে নির্বাচিত ভিডিওগুলো ২৫ সেপ্টেম্বর, ২০২৫ এ সববাংলায় ভ্লগ চ্যানেলে প্রকাশ করা হবে।
- প্রতিযোগী বা তার অভিভাবকের, ভারতীয় ঠিকানা ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা আবশ্যক।
- ২৫ সেপ্টেম্বর, ২০২৫ থেকে ৩১ অক্টোবর, ২০২৫ অবধি প্রতিযোগিতা চলবে। এই সময়ে ইউটিউব এনালিটিক্স থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিচার হবে।
- প্রতিযোগিতার ভিডিও দেখতে এবং অন্যান্য আপডেট পেতে সববাংলায় ভ্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে।
- ১৪ নভেম্বর, ২০২৫ তারিখে প্রতিযোগিতার ফলাফল ঘোষিত হবে।
আবৃত্তি প্রতিযোগিতার নিয়মাবলী:
- প্রতিযোগিতার সাধারণ নিয়মাবলী প্রযোজ্য।
- শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত কিংবা সুকুমার রায়ের লেখা কবিতা আবৃত্তি করা যাবে।
- উল্লিখিত কবিদের লেখা কবিতা ছাড়া অন্য যে কোনও কবিতা আবৃত্তি করলে তা প্রতিযোগিতার জন্য গৃহীত হবে না।
- মূল কবিতাটি কোনভাবেই পরিবর্তন করা যাবে না। কবিতাটি নিয়ে সম্পাদকমণ্ডলীর কোনও সংশয় থাকলে, সম্পাদকমণ্ডলী কবিতাটি যে উৎস (বইয়ের ছবি বা ওয়েবসাইট লিঙ্ক) চাইতে পারেন। যদি উৎসটিতে পাওয়া কবিতা, মূল লেখার থেকে পরিবর্তিত হয়ে থাকে সেক্ষেত্রে তা প্রতিযোগিতার জন্য গৃহীত হবে না।
- ভিডিওর শুরুতেই বাংলায় নিজের সম্পূর্ণ নাম ও বয়স বাংলায় বলতে হবে।
- নিজের নাম, বয়স বলার পর আবৃত্তি শুরুর আগে কবিতা ও কবির নাম বলতে হবে। একাধিক কবিতা আবৃত্তি করলে প্রতিটা আবৃত্তির আগে কবিতা ও কবির নাম বলতে হবে।
- সম্পূর্ণ কবিতা মুখস্থ করে আবৃত্তি করতে হবে। আবৃত্তি করার সময় দেখে পাঠ করা যাবে না।
- ভিডিওর সময়সীমা অনধিক ১০ মিনিট। একজন প্রতিযোগী ১০ মিনিটের মধ্যে এক বা একাধিক আবৃত্তি করতে পারবে। তবে ভিডিওর সময়সীমা ১০ মিনিটের বেশি হলে তা প্রতিযোগিতার জন্য গৃহীত হবে না।
- সমগ্র ভিডিওটি একবারেই রেকর্ড করতে হবে। একাধিক কবিতা আবৃত্তি করলেও সেগুলো আলাদা ভাবে রেকর্ড করে একাধিক ভিডিও জুড়ে একটি ফাইল বানিয়ে দিলে তা প্রতিযোগিতার জন্য গৃহীত হবে না।
- আবৃত্তির সঙ্গে নিজে কোন বাদ্যযন্ত্র বাজাতে চাইলে বাজাতে পারো, কিন্তু কারাওকে ট্র্যাক বাজিয়ে আবৃত্তি করা যাবে না। যদি বাদ্যযন্ত্র না বাজাতে পারো সেক্ষেত্রে খালি গলায় আবৃত্তি রেকর্ড করে পাঠাতে হবে। অন্য কেউ বাদ্যযন্ত্র বাজিয়ে দিলেও হবে না।
- একই কবিতা যদি একাধিক প্রতিযোগীর আবৃত্তিতে পাওয়া যায়, তাহলে প্রাথমিক নির্বাচনে সেরা আবৃত্তির ভিডিওটি নেওয়া হতে পারে এবং অন্যগুলো বাদ দেওয়া হতে পারে। তাই কবিতা নির্বাচনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনীয়। আমরা শুধুমাত্র জনপ্রিয় কবিতার আবৃত্তি চাইছি না। আমরা চাইছি ছেলেমেয়েরা বাংলা সাহিত্যকে আরও বেশি করে জানুক।
- কোন নিয়মাবলী না মানা হলে ভিডিওটি প্রতিযোগিতার জন্য গৃহীত হবে না।
- ভিডিও পাঠানোর শেষ তারিখ ৩১ আগস্ট, ২০২৫, ভারতীয় সময় রাত ১১ টা ৫৯ মিনিট।
- সমস্ত নিয়মাবলী মেনে ভিডিওটি জমা করতে নিচের লিঙ্কে ক্লিক করো
https://forms.gle/sckQVxV6AYvD8zy69
গদ্যপাঠ প্রতিযোগিতার নিয়মাবলী:
- প্রতিযোগিতার সাধারণ নিয়মাবলী প্রযোজ্য।
- শুধুমাত্র বিদ্যাসাগর, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, আশাপূর্ণা দেবী কিংবা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গদ্যপাঠ করা যাবে।
- উল্লিখিত লেখকদের লেখা যে কোন ধরণের গদ্য (গল্প, উপন্যাস, প্রবন্ধ ইত্যাদি) পাঠ করা যাবে।
- একটি গদ্যের সম্পূর্ণ বা আংশিক পাঠ করা যাবে। তবে আংশিক পাঠের ক্ষেত্রে যেটুকু অংশ নির্বাচন করছ, সেটা যেন অর্থপূর্ণ একটি অংশ হয়। খাপছাড়া, সামঞ্জস্যহীন আংশিক পাঠ প্রতিযোগিতার জন্য গৃহীত হবে না।
- উল্লিখিত লেখকদের লেখা ছাড়া অন্য যে কোনও গদ্যপাঠ করলে তা প্রতিযোগিতার জন্য গৃহীত হবে না।
- মূল লেখাটি কোনভাবেই পরিবর্তন করা যাবে না। লেখাটি নিয়ে সম্পাদকমণ্ডলীর কোনও সংশয় থাকলে, সম্পাদকমণ্ডলী লেখার উৎস (বইয়ের ছবি বা ওয়েবসাইট লিঙ্ক) চাইতে পারেন। যদি উৎসটিতে পাওয়া লেখা, মূল লেখার থেকে পরিবর্তিত হয়ে থাকে সেক্ষেত্রে তা প্রতিযোগিতার জন্য গৃহীত হবে না।
- ভিডিওর শুরুতেই বাংলায় নিজের সম্পূর্ণ নাম ও বয়স বাংলায় বলতে হবে।
- নিজের নাম, বয়স বলার পর, গদ্যপাঠ শুরুর আগে গদ্যের নাম ও লেখকের নাম বলতে হবে।
- গদ্যপাঠ করার সময় দেখে পাঠ করা যাবে।
- ভিডিওর সময়সীমা অনধিক ১০ মিনিট। একজন প্রতিযোগী ১০ মিনিটের মধ্যে গদ্যপাঠ করতে পারবে। ভিডিওর সময়সীমা ১০ মিনিটের বেশি হলে তা প্রতিযোগিতার জন্য গৃহীত হবে না।
- একটিমাত্র গদ্য পাঠ করা যাবে। ভিডিওর সময়সীমা ১০ মিনিটের মধ্যে রেখে যদি একাধিক গদ্যপাঠ করা হয়, তাহলেও তা প্রতিযোগিতার জন্য গৃহীত হবে না।
- সমগ্র ভিডিওটি একবারেই রেকর্ড করতে হবে। গদ্যের বিভিন্ন অংশ আলাদা ভাবে রেকর্ড করে একাধিক ভিডিও জুড়ে একটি ফাইল বানিয়ে দিলে তা প্রতিযোগিতার জন্য গৃহীত হবে না।
- গদ্যপাঠের সঙ্গে নিজে কোন বাদ্যযন্ত্র বাজাতে চাইলে বাজাতে পারো, কিন্তু কারাওকে ট্র্যাক বাজিয়ে গদ্যপাঠ করা যাবে না। যদি বাদ্যযন্ত্র না বাজাতে পারো সেক্ষেত্রে খালি গলায় গদ্যপাঠ করে পাঠাতে হবে। অন্য কেউ বাদ্যযন্ত্র বাজিয়ে দিলেও হবে না।
- একই গদ্যপাঠ যদি একাধিক প্রতিযোগীর থেকে পাওয়া যায়, তাহলে প্রাথমিক নির্বাচনে সেরা গদ্যপাঠের ভিডিওটি নেওয়া হতে পারে এবং অন্যগুলো বাদ দেওয়া হতে পারে। তাই গদ্য নির্বাচনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনীয়। আমরা শুধুমাত্র জনপ্রিয় গদ্যের পাঠ চাইছি না। আমরা চাইছি ছেলেমেয়েরা বাংলা সাহিত্যকে আরও বেশি করে জানুক।
- কোন নিয়মাবলী না মানা হলে ভিডিওটি প্রতিযোগিতার জন্য গৃহীত হবে না।
- ভিডিও পাঠানোর শেষ তারিখ ৩১ আগস্ট, ২০২৫, ভারতীয় সময় রাত ১১ টা ৫৯ মিনিট।
- সমস্ত নিয়মাবলী মেনে ভিডিওটি জমা করতে নিচের লিঙ্কে ক্লিক করো
https://forms.gle/Qr3fJQyZz33yNDpH6
গানের প্রতিযোগিতার নিয়মাবলী:
- প্রতিযোগিতার সাধারণ নিয়মাবলী প্রযোজ্য।
- শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীত , নজরুলগীতি বা দ্বিজেন্দ্রগীতি গাওয়া যাবে।
- উল্লিখিত গীতিকারদের লেখা ছাড়া অন্য যে গান গাইলে তা প্রতিযোগিতার জন্য গৃহীত হবে না।
- গানের কথা বা সুর কোনওভাবেই পরিবর্তন করা যাবে না। গানটি নিয়ে সম্পাদকমণ্ডলীর কোনও সংশয় থাকলে, সম্পাদকমণ্ডলী গানের উৎস চাইতে পারেন। যদি উৎসটিতে পাওয়া কথা বা সুর, মূল গানের কথা বা সুরের থেকে পরিবর্তিত হয়ে থাকে সেক্ষেত্রে তা প্রতিযোগিতার জন্য গৃহীত হবে না।
- ভিডিওর শুরুতেই বাংলায় নিজের সম্পূর্ণ নাম ও বয়স বাংলায় বলতে হবে।
- নিজের নাম, বয়স বলার পর, গান শুরুর আগে গানের নাম ও গীতিকারের নাম বলতে হবে।
- গান গাওয়ার সময় দেখে স্বরলিপি না দেখে গাইতে হবে।
- ভিডিওর সময়সীমা অনধিক ১০ মিনিট। একজন প্রতিযোগী ১০ মিনিটের মধ্যে এক বা একাধিক গান গাইতে পারবে। ভিডিওর সময়সীমা ১০ মিনিটের বেশি হলে তা প্রতিযোগিতার জন্য গৃহীত হবে না।
- সমগ্র ভিডিওটি একবারেই রেকর্ড করতে হবে। গানের বিভিন্ন অংশ বা একাধিক গান আলাদা ভাবে রেকর্ড করে একাধিক ভিডিও জুড়ে একটি ফাইল বানিয়ে দিলে তা প্রতিযোগিতার জন্য গৃহীত হবে না।
- গানের সঙ্গে নিজে কোন বাদ্যযন্ত্র (হারমোনিয়াম, গীটার ইত্যাদি) বাজাতে চাইলে বাজাতে পারো, কিন্তু কারাওকে ট্র্যাক বাজিয়ে গান রেকর্ড করা যাবে না। যদি বাদ্যযন্ত্র না বাজাতে পারো সেক্ষেত্রে খালি গলায় গান রেকর্ড করে পাঠাতে হবে। অন্য কেউ বাদ্যযন্ত্র বাজিয়ে দিলেও হবে না।
- একই গান যদি একাধিক প্রতিযোগীর থেকে পাওয়া যায়, তাহলে প্রাথমিক নির্বাচনে সেরা গানের ভিডিওটি নেওয়া হতে পারে এবং অন্যগুলো বাদ দেওয়া হতে পারে। তাই গান নির্বাচনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনীয়। আমরা শুধুমাত্র জনপ্রিয় গান চাইছি না। আমরা চাইছি ছেলেমেয়েরা বাংলা সংস্কৃতিকে আরও বেশি করে জানুক।
- কোন নিয়মাবলী না মানা হলে ভিডিওটি প্রতিযোগিতার জন্য গৃহীত হবে না।
- ভিডিও পাঠানোর শেষ তারিখ ৩১ আগস্ট, ২০২৫, ভারতীয় সময় রাত ১১ টা ৫৯ মিনিট।
- সমস্ত নিয়মাবলী মেনে ভিডিওটি জমা করতে নিচের লিঙ্কে ক্লিক করো
https://forms.gle/DX1yHk5ENnjLm63YA
দীপায়ন ৩ সংক্রান্ত তোমাদের কোন প্রশ্ন থাকলে এই পোস্টের কমেন্টে জানাও আমাদের। আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার।
খুব ভালো উদ্যোগ! কিশোর কিশোরীদের জন্য অনেক শুভেচ্ছা রইল 👍👍👍