আপনারা অনেকেই জানেন যে, প্রয়াত দীপঙ্কর চট্টোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে তাঁর সন্তান অরিত্র চট্টোপাধ্যায় “দীপায়ন” পুরস্কার চালু করেছেন। দীপায়ন ১ এবং ২ এর তুমুল সাফল্যের পর সববাংলায় লেখালিখি নিয়ে এসেছিল – দীপায়ন ৩ পুরস্কার। দীপায়ন ১ বা দীপায়ন ২ এর সাথে দীপায়ন ৩ এর চরিত্রগত একটা পার্থক্য ছিল। দীপায়ন ৩ এর মাধ্যম লেখা নয়, ভিডিও।
এই প্রতিযোগিতায় বিজেতা নির্বাচিত হয়েছে সাধারণ মানুষের দ্বারা। একটি ভিডিও কতজন মানুষ, কতক্ষণ দেখছেন তার ভিত্তিতেই বিজেতা নির্বাচিত হয়েছে। দীপায়ন – ৩ পুরস্কারের জন্য বিভাগ অনুযায়ী লেখকের নাম ও তাঁর ভিডিওটির লিঙ্ক নিচে দেওয়া হল। সঙ্গে বিচারকের পছন্দ অনুযায়ী একটি বিশেষ পুরস্কারও ঘোষণা করা হল। লেখালিখির পক্ষ থেকে প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
দীপায়ন – ৩ পুরস্কারপ্রাপকদের তালিকা
আবৃত্তি প্রতিযোগিতা, দীপান্বিতা নাথ, https://youtu.be/cNV-g8ShfHY
গানের প্রতিযোগিতা, শুভেন্দু খাণ্ডাইত, https://youtu.be/mrmRVVSR5wE
বিশেষ পুরস্কার, শিঞ্জিনী চক্রবর্তী, https://youtu.be/jCDLNXyxNsc

