“দীপায়ন – দীপঙ্কর চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার” লেখা আহ্বান

সমস্ত লেখকদের জন্য সুসংবাদ। সববাংলায় লেখালিখি নিয়ে এসেছে সমস্ত লেখকদের জন্য এক বিশেষ পুরস্কার – “দীপায়ন”। সদ্য প্রয়াত দীপঙ্কর চট্টোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে তাঁর উপযুক্ত সন্তান অরিত্র চট্টোপাধ্যায় “দীপায়ন” পুরস্কার চালু করছেন। পুরস্কার বাবদ নির্দিষ্ট অর্থমূল্য ছাড়াও লেখাটি সববাংলায় লেখালিখি ওয়েবজিন নববর্ষ সংখ্যা ১৪৩২ -এ প্রকাশ করা হবে। পুরস্কৃত লেখা ছাড়াও সম্পাদকমন্ডলীর পছন্দ হলে অন্যান্য লেখাগুলিও নববর্ষ সংখ্যায় স্থান করে নিতে পারে।

প্রথম “দীপায়ন” পুরস্কার দেওয়া হবে নিম্নলিখিত বিভাগে। এই পুরস্কারের জন্য মনোনীত হতে আজই আপনার লেখা নিয়ম মেনে জমা করুন।

বিভাগ : প্রবন্ধ
শব্দ সংখ্যা : অনধিক ৩০০০
পুরস্কার মূল্য : ৮০০ টাকা

বিভাগ : ছোট গল্প
শব্দ সংখ্যা : অনধিক ২০০০
পুরস্কার মূল্য : ৫০০ টাকা

বিভাগ : কবিতা
পুরস্কার মূল্য : ৩০০ টাকা

নিয়মাবলী

  • লেখা জমা দেওয়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন
  • লেখা জমা দেওয়ার বিস্তারিত নিয়মাবলী ও পদ্ধতি উপরোক্ত লিঙ্কেই পাবেন।
  • লেখা জমা দেওয়ার শেষ তারিখ ভারতীয় সময় ১৫ ফেব্রুয়ারি, রাত ১১:৫৯।
  • লেখা অবশ্যই মৌলিক এবং অপ্রকাশিত হতে হবে।
  • কবিতার ক্ষেত্রে শব্দ বা পংক্তি সংখ্যার কোন বাধ্যবাধ্যকতা নেই।
  • ছোটগল্প ও প্রবন্ধের ক্ষেত্রে শব্দসীমা মাথায় রাখবেন। তবে লেখার প্রয়োজনে ১০% শব্দ সংখ্যা ছাড় দেওয়া যেতে পারে,তার বেশি নয়।
  • প্রবন্ধের ক্ষেত্রে তথ্যসূত্রের উল্লেখ করলে ভাল হয়।
  • লেখকের ভারতীয় ব্যাঙ্ক একাউন্ট থাকা বাধ্যতামূলক – কারণ পুরস্কারমূল্য শুধু ভারতীয় ব্যাঙ্কেই পাঠানো হবে।
  • পুরস্কারের ব্যাপারে সম্পাদকমন্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত।
  • কোনরকম সমস্যা হলে lekhalikhi@sobbanglay.com ইমেল আইডিতে ইমেল করতে পারেন।

12 Comments

    • Rohit Das

      নমস্কার দাদা।
      আমি একটি ছোট গল্প পাঠিয়েছি বা পোস্ট করেছি বলা ভালো। এখনো পোস্ট হয়নি। নাম ফ্রেন্ডশিপ ব্যান্ড
      লেখক রোহিত দাস

  1. ভাস্কর সিন্হা

    সুপ্রিয় সম্পাদক ,
    আশাকরি ভালো আছেন। আপনাদের এই সাধু প্রচেষ্টায় আমি আমার ছোটগল্পের নিবেদন পাঠালাম দীপায়ন – দীপঙ্কর চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার – ছোট গল্প প্রতিযোগিতা (অজানাপুরের অজানা কথা)র জন্য়।
    অনুগ্রহ করে আমার ছোটগল্পটি বিবেচনা করলে বিশেষ বাধিত হই।
    অশেষ ধন্যবাদ। ভাল থাকবেন।
    শুভেচ্ছান্তে
    ভাস্কর

    লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত।

    ভাস্কর সিন্হা
    বিশ্ব ভারতী এবং আই আই টি দিল্লীর প্রাক্তনী। দুবাই নিবাসী। দূরভাষ: +৯৭১-৫০৪১৮৪৬৩৯
    মেল আইডি: b_sinha_iitd@yahoo.com

  2. অরিত্র চট্টোপাধ্যায়

    আপনারা যাঁরা লেখা পাঠিয়েছেন, তাঁদের আন্তরিক ধন্যবাদ। ১৫ ফেব্রুয়ারির মধ্যে নিয়মাবলী মেনে পাঠানো সকল লেখাই পুরস্কারের জন্য বিবেচিত হবে। ফলাফল প্রকাশিত হবে লেখালিখি ওয়েবজিন নববর্ষ সংখ্যায় (এপ্রিল ২০২৫)।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।