হাবুকথা : গানের গুঁতো

লেখক : রাজীব চক্রবর্ত্তী

সকালবেলা দেখা হাবুর সাথে। দেখি প্রচন্ড রাগে গজগজ করতে করতে চলেছে বাজারের দিকে।

– কিরে হাবু এত বিরক্ত কেন?
– গান শুনে। হাবু মুখ বেঁকিয়ে উত্তর দিল।
– গান শুনে বিরক্তি? বুঝলাম না।
– শুধু খবরের কাগজ পড়ে কিছু বোঝা যায় না। রাস্তা-ঘাটে, মাঠে-ময়দানে কান পাততে হয়। তবে শোনা যায় সেই সব অদ্ভুত গান।

কাল রাতেই বউ-বাচ্চা নিয়ে টের পেয়েছি।  ট্রেনের রিজার্ভড কম্পার্টমেন্টে অগণিত সাধারণ টিকিট/বিনা টিকিটের মানুষের ভিড়ে
বার্থের মধ্যে পেটের কাছে হাঁটু নিয়ে শুয়ে শুনি গান ভেসে আসছে –

ওরে বাবা দেখো চেয়ে, কত ভাই চলেছে …
পেটের টানে হাজারে হাজারে,
বাসে চেপে, ট্রেনে চড়ে …
ওরে বাবা দেখো চেয়ে কত জনে,
রাত জেগে ছুটে মরে
ঝোলানো মাংসের টানে

মাঠ ভরাবে বলে …

বুঝলাম হাবুকে আর ঘাঁটানো ঠিক হবে না। সান্ত্বনা দিয়ে বললাম, রাগ করিস না ভাই। বহুজন হিতায়, একটু কষ্ট করতে হয়।


লেখক পরিচিতি : রাজীব চক্রবর্ত্তী
জন্ম ১৯৭০ সালের ৩০শে ডিসেম্বর, কলকাতার সিঁথিতে। পেশায় কেন্দ্রীয় সরকারী কর্মচারী। দৈনন্দিনতার ক্লান্তি কাটাতেই মূলত: কলম ধরা। বেশ কয়েকটি লিট্ল ম্যাগাজিনে লিখেছেন গল্প, কবিতা। ২০১৭ সালে প্রকাশিত "সংশ্লেষ" নামক গদ্য সংকলনে স্থান পেয়েছে তাঁর মুক্তগদ্য। ঐ একই বছরে সোনারপুর কাব্যমঞ্চ আয়োজিত স্বরচিত কবিতা প্রতিযোগিতায় তৃতীয় স্থান লাভ করেন তিনি। ২০১৯ সালে প্রকাশিত "অন্য গদ্য" গ্রন্থে স্থান পেয়েছে তাঁর গদ্য। জীবনের বিবিধ অনুভূতি, বাস্তবতাকে ছন্দে বাঁধার প্রয়াসে তাঁর কবিতাচর্চা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum