নিঃসঙ্গতার দ্বারপ্রান্তে
লেখক : সোমনাথ লাহা
নিস্তব্ধতার স্রোতে ভেসে গিয়েছি বিচ্ছিন্নতার দ্বারপ্রান্তে
অবিরত পদচারণ আর একাকিত্বের গন্ধমাখা ঘরে
নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি
সামনে খোলা খাতা, কাগজপত্র… টেবিল-চেয়ার
লিখতে ইচ্ছে করছে না কিছুই আর
দমবন্ধ হয়ে মৃতপ্রায় সৃজনের বীজ
অঙ্কুরিত চারার স্বপ্নের …

