নিঃসঙ্গতার দ্বারপ্রান্তে

লেখক : সোমনাথ লাহা

নিস্তব্ধতার স্রোতে ভেসে গিয়েছি বিচ্ছিন্নতার দ্বারপ্রান্তে 
অবিরত পদচারণ আর একাকিত্বের গন্ধমাখা ঘরে
নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি
সামনে খোলা খাতা, কাগজপত্র… টেবিল-চেয়ার
লিখতে ইচ্ছে করছে না কিছুই আর
দমবন্ধ হয়ে মৃতপ্রায় সৃজনের বীজ
অঙ্কুরিত চারার স্বপ্নের …

যখন তুমিই নিয়ন্ত্রা

লেখক : ড. শুভদীপ বন্দ্যোপাধ্যায়

অনন্ত যদি একটি বিন্দুতে আসে
তার শীর্ষ চূড়ায় এঁকে দিও অপরাজিতা
হাতে তুলে দিও পদ্ম কোরক

যাওয়া আসার সে পথে আলোকে
স্বভাবতই জেনো – চতুর্থ চক্রের নামে
তাই হাতে না হয় নাই নিলে
বর্ণমালার সব …

নরাসুরমর্দিনী

লেখক : বিপ্লব নসিপুরী

সামনে সোজা রাস্তা পেয়ে জোর গতিতে চার বক্রাকার পায়ে এগিয়ে চলেছে এসইউভি। পুজোর আগে সব মিটমাট। আর হবে নাই বা কেন, যার হাতে কড়ি তাকে কে পরাবে দড়ি? সবুজ সঙ্কেত পাওয়ার পর আজ বেরিয়েছিল ওরা। ওরা …

মাতৃরূপেণ সংস্থিতা

লেখক : অঙ্কিতা মজুমদার

আঁধারের বুক চিরে
পাগলিনী ছুটছে-
সে জানে না তার গর্ভে রক্তকল্প ছাপ,
কলঙ্ক কি তার হুঁশ নেই,
যে পাশবিকতা তাকে উন্মুক্ত করেছে তাদের কী বলে সম্বোধন করতে হয় তার জানা নেই,
সে কেবল হাসে,
দুঃখ-কষ্ট-বেদনার কোন …

কবি খিল্লি

লেখক : অভীক সিংহ

ধুর, আজকাল আর কবিতা-টবিতা পড়তে ভাল লাগে না। কোত্থেকে লাগবে বাওয়া? আজকাল কি কবিতার আর সেই মজাটা আছে? সব একেবারে হাওয়া। একদল নাম-কা-ওয়াস্তে ইম্প্রেসনিস্ট আর তথাকথিত আঁতেলদের চাপে আস্তে আস্তে কবিতার সৌন্দর্য্যটাই তো নষ্ট হয়ে যাচ্ছে। …

ঠুনকো বিষয়ক কবিতা

লেখক : ড. বিশ্বজিৎ বাউনা

০১: ঠুনকো

ঠুনকো করে রাখি নিজেকেই লেখার খাতায়-
নিশ্চুপ পড়ে থাকি যেন বা অক্ষরের হত্যাদেশে।
অকপটে দেখি শূন্যরা ঠেস দিয়ে বাতাসের গায়
উড়ে আসা পাখির বিকেল খায় ঝাঁপিয়ে শেষে।

অবশেষ পড়ে থাকে, হাড়ে হাড়ে বেদুইন …

এই বালুকাবেলায়

লেখক : বিশ্বরূপ দাস

হেমন্তের সন্ধ্যায়,
নদী যখন অনুরণিত
নিঃসঙ্গ শঙ্খচিলের ডাকে
তখন
আমি দেখি
তোমার চোখ পানে চেয়ে
এক অচেনা আলো
যেথা
জোনাকিরা রাত্রি জাগে।

এই বালুকাবেলায়,
সময় যখন শেষপ্রান্তে
সূর্য তোমার
রক্তিম শাড়ির আঁচল,
স্নিগ্ধ বাতাস তোমার নিশ্বাস;…

জীবনানন্দের সুরঞ্জনা: জীবনের সিঞ্চন

লেখক : অর্দ্ধেন্দু গায়েন

কবি জীবনানন্দের কাব্য সাধনায় কখনও প্রকৃতি মানবীয় সত্ত্বায় উপস্থিত হয়েছে, আবার কোথাও প্রেমকে প্রকৃতির সঙ্গে মিশিয়ে কবোষ্ণ ভালবাসার বন্ধনে আবদ্ধ করে ঢেলে দিয়েছেন বাংলার আকাশে-বাতাসে। বাংলাদেশের প্রকৃতির মধ্যে দোয়েল, ফিঙে, মাছরাঙাদের সঙ্গে তিনি তাঁর প্রেয়সীর উপস্থিতি …

ব্যস্ততা

লেখক : ড. মিতালি চক্রবর্তী

কোথাও শঙ্খ, কোথাও ঘণ্টাধ্বনি, কোথাও আজান।
চাওয়া পাওয়ার টানাপোড়েনে বোনা
এই পৃথিবীর ইজেলে, ছবি আঁকে মানুষ।
উত্তরে ঘর ভাঙে, দক্ষিণে ফুরোয় ছুটির কারুকাজ,
লাস্যে থাকুক সেলিব্রিটি!
এই যে যন্ত্রণা-অপেক্ষা-উপেক্ষা নিয়ে সাপলুডোর চৌখুপী,
কেউ মাথায়, কেউ …

ক্ষয়িষ্ণু মানবতা

লেখক : সোমনাথ লাহা

আমার চারপাশ জুড়ে অস্থিরতা
চেনা রঙ অচেনা হয়ে উঠেছে
ক্যানভাস ধূসরতায় পরিপূর্ণ
ছবিগুলো বড় বেমানান লাগছে।
অবয়ব ঘষা কাঁচে অস্পষ্ট
জটিল আবর্তে ঘেরাটোপে বন্দী
সময়ের শব্দ শোনা যাচ্ছে
রুদ্ধ দ্বারের আড়ালে কথা ভেসে আসছে
ষড়যন্ত্র নিঃশব্দে …

ভাঙন

লেখক : অভিজিৎ সুর

আর কী কী ভাঙবে আমাদের?
স্বপ্ন ভেঙেছে তো অনেক আগেই;
হৃদয় ভেঙেছে যখন, আমার হাতে লেগেছিল
ফুলেদের অর্থহীন অপমৃত্যু।
বিশ্বাস ভাঙতে দেখেছি,
এখন বন্ধুত্ব করতেও ভয় হয়
জানি সেখানেও এক ভাঙন অপেক্ষা করে আছে।
আমি ইতিহাসকে …

বিস্ফারিত শব্দহীন দ্রোহের আগুন

লেখক : আজাহার রাজা

বুকের ভেতর চাপা শতাব্দীর স্তব্ধতা,
রুদ্ধ কণ্ঠে জমেছে ক্ষুধার চিৎকার, নীরব আর্তনাদ,
প্রাণী পরিণত যন্ত্রে, অনুভূতি বিলুপ্ত অঙ্কের খাতায়,
শ্রমের বিনিময়ে লুট আত্মা, নিঃশ্বাসে জমাট বাঁধা ক্ষোভ
ধ্বংসস্তূপের নিচে অপেক্ষমাণ বিস্ফোরণ।

ক্ষোভ ক্ষণিক ঝড় নয় জমাট …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up