চিরকালের নির্দিষ্ট
লেখক : শিবানী ভট্টাচার্য বন্দ্যোপাধ্যায়
যখন তারারা ঢেকে যায় নীল মেঘে
আমি সততাকে রাখি চোখের গভীরে,
দু’-একটা মনখোলা কুটির
থেকে যায় তবুও!
তাদের জন্য কেবল নির্দিষ্ট
গুটিসুটি গন্তব্য এবং কিছু লোকালয়
এদিকে ফোয়ারার বাইরে
তখনও দিনরাত্রি, সীমা ছাড়িয়ে যাওয়া বৃক্ষ ভাস্কর্য…

